আবারও ফেসিয়াল রিকগনিশন চালু করছে ফেসবুক
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
তিন বছর বন্ধ রাখার পর আবারও “ফেসিয়াল রিকগনিশন” চালু করার সিদ্ধান্ত নিলো ফেসবুক। মূলত স্ক্যাম থেকে রক্ষা করা এবং যারা অ্যাকাউন্ট হারিয়েছেন তারা যেন তাদের অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন এজন্য এমন সিদ্ধান্ত বলে জানায় প্রতিষ্ঠানটি।
সংবাদমাধ্যম এনগেজেটের সূত্রে জানা যায়, এর প্রথম পরীক্ষাটি হবে স্ক্যাম বিজ্ঞাপনগুলোতে যেখানে কোনও সেলিব্রিটি বা অন্য কোনও নামকরা ব্যক্তির চেহারা ব্যবহার করা হচ্ছে কি না। মেটা জানায়, যদি এমন কারও ছবি ব্যবহার করে স্ক্যাম করা হচ্ছে বলে খুঁজে পাওয়া যায় তাহলে আমরা সেটা ব্লক করে দেব। প্রাথমিক পর্যায়ে ফিচারটি অল্প কিছু তারকা এবং বিখ্যাত ব্যক্তিদের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। আগামী সপ্তাহে এই তালিকায় আরও কিছু ব্যক্তি যোগ হবে। তবে যেকেউ চাইলে এই প্রটেকশন ফিচারটি ব্যবহার করা থেকে বিরত থাকতে পারবে।
মেটার ভিপি অব পলিসি মনিকা বিকার্ট বলেন, এটি একটি রিয়েল টাইম ফিচার। ফিচারটি ম্যানুয়াল রিভিউয়ের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করবে। ফিচারটি এই কাজের পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট রিকভারিতেও কাজ করবে।
এমএএইচ