News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৫, ২১ অক্টোবর ২০২৪

নতুন সংস্করণে বিভিন্ন সুবিধা থাকছে ইউটিউবে

নতুন সংস্করণে বিভিন্ন সুবিধা থাকছে ইউটিউবে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইউটিউব প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশান অপশনে নতুনত্ব আনতে যাচ্ছে। এর একটি স্ক্রিনশট সপ্তাহজুড়ে সোশ্যাল মিডিয়ায় বেশি ছড়িয়েছে। পরবর্তী সময়ে গুগলের পক্ষ থেকে জানানো হয় এমন একটি প্ল্যান সম্প্রতি অস্ট্রেলিয়া, জার্মানি এবং থাইল্যান্ডে পরীক্ষা চালানো হচ্ছে। নতুন এই সংস্করণে লিমিটেড অ্যাড থাকতে পারে। অর্থাৎ এখানে বেশিরভাগ ভিডিওর উন্নত প্রিন্টে বিজ্ঞাপন থাকবে না। যদিও মিউজিক এবং শর্টসে ভিডিও অ্যাড থাকতে পারে সেইসঙ্গে সার্চ এবং ব্রাউজের সময় নন ইন্টারেপটিভ অ্যাড থাকতে পারে।

এনগেজেট জানায়, মূল প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনের পরীক্ষা প্রথমে শুরু হয় ২০২১ সালে ইউরোপে। কিন্তু এটি মাত্র কয়েক বছর স্থায়ী ছিল। এর সুবিধা ছিল সব বিজ্ঞাপন মুক্ত ভিডিও। কিন্তু রেগুলার প্রিমিয়াম অফারে অফলাইন বা ব্যাকগ্রাউন্ড ভিউয়িং অপশন ছিল না।

নতুন এই সংস্করণে অস্ট্রেলিয়ায় এর মূল্য ধরা হয়েছে ৯ ডলার যেখানে ফুল প্রিমিয়াম একসেসের মাসিক মূল্য ১৭ ডলার। বর্তমানে সাধারণ সাবস্ক্রিপশনের মূল্য প্রতিমাসে ১৪ ডলার আর ফ্যামিলি অপশনের মূল্য ২৩ ডলার।

 

এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়