News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৩, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ১০:২০, ১৮ জানুয়ারি ২০২০

বাজারে আসার আগেই আলিবাবায় নকল অ্যাপল ওয়াচ

বাজারে আসার আগেই আলিবাবায় নকল অ্যাপল ওয়াচ

বাজারে আসার আগেই চীনের শীর্ষ ই-কমার্স সাইট আলিবাবায় চলে এসেছে নকল অ্যাপল ওয়াচ। আগামী ২৪ এপ্রিল থেকে অ্যাপল ওয়াচের বাজারে আসার কথা।  প্রি-অর্ডারের জন্যও অপেক্ষা করতে হবে ১০ এপ্রিল পর্যন্ত।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, আলিবাবার টাওবাও সাইটে আসল অ্যাপল ওয়াচের মতোই দেখতে AW08’ আর ‘iWatch’ এর  বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। নকল ডিভাইসগুলোর কেসিং আর ইউজার ইন্টারফেইস আসল অ্যাপল ওয়াচের মতোই দেখতে। স্ট্র্যাপগুলোও দেখতে অ্যাপলের তৈরি স্ট্র্যাপের মতো।

তবে ডিভাইসগুলো যে অ্যান্ড্রয়েড চালিত সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিজ্ঞাপনে। নকল অ্যাপল ওয়াচগুলো আলিবাবায় বিক্রি হচ্ছে ৪০ ডলার দামে।

হার্টরেট মনিটর সেন্সর নেই ‘ভুয়া’ অ্যাপল ওয়াচে। ব্যাটারি লাইফও আসল ডিভাইসগুলোর থেকে বেশি।

ইবে ও অ্যামাজনের মার্কেটপ্লেস সেবার মতো আলিবাবায় তৃতীয়পক্ষ হিসেবে বিক্রেতার পণ্য বাজারজাত করে টাওবাও।

উল্লেখ্য, কয়েক মাস আগে কোপার্টিনো প্রযুক্তি জায়ান্ট আনুষ্ঠানিক ঘোষণা দেয় অ্যাপল ওয়াচ’র। অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক পণ্যটির দাম, উন্মুক্তের দিনসহ বিস্তরিত জানায়। গ্রাহক চাহিদা অনুযায়ী এই ওয়াচের মোট তিনটি ভার্সন দিচ্ছে অ্যাপল।

প্রথমটিকে বলা হচ্ছে ‘ওয়াচ’ যা মসৃণ স্টিলের অবয়বে কয়েকটি ধরণে আসছে। পরেরটি ‘ওয়াচ স্প্রট’, বিদ্যুত প্রতিরোধী অ্যালুমিনিয়ামে তৈরি এ পণ্যটির রয়েছে চমকপ্রদ রঙিন ব্যান্ড। আর ‘ওয়াচ এডিশন’ যেটি জুয়েলারি ব্র্যান্ডগুলোর সাথে অ্যাপলকে টেক্কা দিতে সাহায্য করবে। কারণ এর অনত্যম বৈশিষ্ট্য ১৮ কেরেটের গোল্ড কেস এবং উন্নতমানের ব্যান্ডস। মডেলভেদে এগুলোর দাম ৩৪৯ থেকে শুরু করে ১৭ হাজার ডলার হবে। ব্যয়বহুল ‘ওয়াচ এডিশন’ যার দাম কিনা একটি গাড়ির দামের সমান।

এটি ঠিক আইফোনের মতো সহকারী হিসেবে কাজ করে। এর মাধ্যমে ইনকামিং কল, টেক্সট এবং বিভিন্ন অ্যালার্ট জানা যায় এছাড়া বিল্ট-ইন মাইক বা স্পিকার থাকায় ব্যবহারকারী খুব সহজেই ‍উত্তর দিতে পারে। আছে হার্ট রেট সেন্সর, জিপিএস। ফিটনেস ব্যান্ড হিসেবেও এটি কার্যকর। অনেকগুলো অ্যাপস যেমন ক্যালেন্ডার, ম্যাপস, ওয়েদার স্টপওয়াচ, সিরি এবং ফটো গ্যালারি আগেই ইন্সটল করা থাকছে। এছাড়া এতে বেশকিছু থার্ড পার্টি অ্যাপসও দেয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়