বাজেট (২০২০-২০২১): বিজ্ঞান প্রযু্ক্তিতে বরাদ্দ ১৭৯৪৬ কোটি টাকা
২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ১৭ হাজার ৯৪৬ কোটি টাকা।
বৃহস্পতিবার বিকেলে সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নতুন অর্থবছরের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি খাতে এ বরাদ্দ দিয়েছেন।
অবশ্য বিদায়ী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতের বরাদ্দ ছিল ১৬ হাজার ৪৩৯ কোটি টাকা। নতুন অর্থবছরের আকার বা মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস