News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৯, ১৯ মে ২০২০
আপডেট: ০৯:৫৬, ২২ মে ২০২০

কর্মীর করোনা, অপোর ছয় কারখানা বন্ধ

কর্মীর করোনা, অপোর ছয় কারখানা বন্ধ

করোনায় আক্রান্ত হলেন মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা অপোর ছয় কর্মী। ভারতের দিল্লির কাছেই অবস্থিত ওই নির্মাণ সংস্থার কারখানা তাই আপাতত বন্ধ রাখা হয়েছে।

গত সোমবার স্মার্টফোন প্রস্তুতকারী ওই সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় যে, সংস্থাটির আরও ৩ হাজার কর্মীর শরীর থেকে নমুনা নিয়ে করোনা টেস্ট করা হচ্ছে।

অপো ইন্ডিয়া বলেছে, ‘আমাদের সংগঠন সবসময়ই সমস্ত কর্মচারী এবং নাগরিকদের নিরাপত্তার কথা সবার আগে বিবেচনা করে, তাই আমরা আপাতত গ্রেটার নয়ডায় আমাদের যে উৎপাদনকেন্দ্রটি আছে তার সমস্ত কাজ স্থগিত রেখেছি এবং ৩০০০+ কর্মীদের শরীর থেকে নমুনা নিয়ে # COVID19 পরীক্ষা শুরু করেছি, যার ফল আসার অপেক্ষায় রয়েছি আমরা’।

করোনা সংক্রমণ রুখতে ২৫ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন চলায় বহুদিন বন্ধ ছিল অপো ইন্ডিয়ার কাজ। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই মাসের শুরুতে ফের কাজ শুরু করে অপো।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়