News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১০, ১১ মে ২০২০
আপডেট: ০৪:২৬, ১৪ মে ২০২০

করোনার রোগীর অবস্থান জানাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাপ

করোনার রোগীর অবস্থান জানাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাপ

আপনার আশেপাশে করোনা আক্রান্ত রোগী আছে কি না তা জানিয়ে দেবে অ্যাপ। এই অ্যাপ আনছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। এই অ্যাপ এই মাসেই বাজারে আসতে পারে।

সংবাদসংস্থা রয়টার্সকে হুর প্রধান জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, কোনও ব্যক্তি নিজের লিঙ্গ, বয়স, উচ্চতা, ওজন, তিনি আগে কোন কোন রোগে আক্রান্ত হয়েছেন তার ইতিহাস, রক্তের গ্রুপ, কোন কোন ওষুধ খান (জেনেরিক নাম) তার নাম, শরীরের তাপমাত্রা-সহ একাধিক তথ্য বিস্তারিত ভাবে দিলে গুগল আর্থ ম্যাপে ওই ব্যক্তির অবস্থান চিহ্নিত করে হুর এই নয়া করোনা অ্যাপটি বলে দেবে তিনি করোনায় আক্রান্ত কিনা!

এই অ্যাপ ব্যবহারকারীকে জানিয়ে দেবে, কী কী স্বাস্থ্যবিধি ও আগাম সতর্কতা তাকে মেনে চলতে হবে। এছাড়াও ব্যবহারকারীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, কনটেনমেন্ট জোন থেকে তিনি কতটা দূরে রয়েছেন, ব্যবহারকারীর লালারস পরীক্ষা করাতে হবে কিনা ইত্যাদি খুঁটিনাটি বিষয় আগে থেকেই জানিয়ে দেবে এই অ্যাপ।

এই অ্যাপের সাহায্যে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বলে বিশ্বাস করে হু।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়