News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫০, ৪ মে ২০২০
আপডেট: ১৫:২৭, ৮ জুন ২০২০

ফোনে ডিএসএলআর ক্যামেরা!

ফোনে ডিএসএলআর ক্যামেরা!

স্যামসাংয়ের ফ্লাগশিপ ফোন গ্যালাক্সি এস ২০ আলট্রা ফাইভজি নতুন রঙে এলো। এর ক্যামেরা মডিউল বর্গাকার। এই ফোন ডিএসএলআর ক্যামেরাও হার মানাবে।

রেগুলার গ্যালাক্সি এস ২০ এর পর বাজারে এলো ক্লাউড হোয়াই পেইন্টে। লিমিটেড ভার্সনের এই ফোন সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাচ্ছে।

এ বছরের ৬ মার্চ সর্বপ্রথম বাজারে আসে গ্যালাক্সি এস ২০ মডেলটি। ফোনটিতে ৬.২ ইঞ্চির ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। এটি অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চালিত।

ফোনটিতে এক্সিনোস ৯৯০ চিপসেট ব্যবহৃত হয়েছে। এর পেছনে আছে রয়েছে চার ক্যামেরা। সামনে আছে দুই ক্যামেরা। পেছনের একটি ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল পাওয়া যাবে।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়