পাঁচ টেরাবাইট হার্ডড্রাইভ এখন বাজারে
ঢাকা: প্রয়োজনীয় তথ্যের সংগ্রহ নিয়ে কমবেশি সবাইকেই ঝামেলায় পড়তে হয়। একসঙ্গে একাধিক হার্ডড্রাইভ বহন করার ঝামেলাও তো আর কম নয়। এ সমস্যার সমাধানে তোশিবা বাজারে এনেছে পাঁচ টেরাবাইট হার্ডড্রাইভ।
এ ড্রাইভে একইসঙ্গে রাখা যাবে দরকারি সব তথ্য। স্মার্ট টেকনোলজিস বিডি এ হার্ডড্রাইভটি বাজারে নিয়ে এসেছে। এতে ৬ গিগাবিট পার সেকেন্ড স্পিড। ফলে খুব সহজেই ডাটা ট্রান্সফার হওয়ার সুবিধা পাওয়া যাবে।
পাশাপাশি ৭২০০ আরপিএম, ৬৪ এমবি বাফার সাইজ এবং ৩.৫ ইঞ্ছি ফর্ম ফ্যাক্টর যা অ্যাডভান্স ফরম্যাট প্রযুক্তিও সমর্থন করে এ ড্রাইভটি।
এ হার্ডড্রাইভ অফিস, হোম, অল ইন ওয়ান, গেমিং পিসিসহ সব ধরনের এক্সটার্নাল ও ইন্টার্নাল ডিভাইসে ব্যবহারযোগ্য। স্মার্ট ওয়্যারেন্টি সম্বলিত এ হার্ডড্রাইভটির মূল্য ২০ হাজার টাকা।
এ ব্যাপারে আরো ভালোভাসে জানার আগ্রহ থাকলে যোগাযোগ করতে পারেন ০১৭৩০-৩৫৪৮০১ নম্বরে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম