News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৩, ১১ মার্চ ২০১৫
আপডেট: ১৯:২৩, ১৭ জানুয়ারি ২০২০

কমে যাবে ফেসবুক পেজের লাইক সংখ্যা!

কমে যাবে ফেসবুক পেজের লাইক সংখ্যা!

ঢাকা: হঠাৎ করেই কোনো প্রতিষ্ঠানের ফেসবুক ফ্যান পেজের লাইক সংখ্যা কমে যেতে পারে। এক্ষেত্রে সংখ্যাটি এমনও হতে পারে যে, এক বা দুলাখ লাইক রাতারাতি কমে যেতে পারে। কতটা কমবে তারও কোনো ঠিকঠিকানা নেই।

অনেক নামিদামি সংস্থা লাখ লাখ টাকা খরচ করে ফেসবুকে লাইক কিনে এখন ক্ষতির সম্মুখীন হতে চলেছে। এ শঙ্কার কথা জানিয়েছেন খোদ সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক কর্তৃপক্ষ৷

জানা গেছে, কয়েক সপ্তাহ থেকে ফেসবুক কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজারের প্রোফাইলে নজরদারি চালিয়েছে৷ এসময় তারা প্রচুর নিষ্ক্রিয় ব্যবহারকারীর খোঁজ পেয়েছেন।

এর মধ্যে কেউ মারা গেছেন, কেউ প্রোফাইল খোর পর দীর্ঘদিন তা ব্যবহার করেনি। এসব নিষ্ক্রিয় ব্যবহারকারীর নামের তালিকা তৈরি করছে মার্ক জুকারবার্গের ফেসবুকের ইঞ্জিনিয়াররা।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তারা এসব নিষ্ক্রিয় ব্যবহারকারীকে ফেসবুক থেকে মুছে ফেলবে। আর এ কারণে এসব ব্যবহারকরীর কোনো ফ্যান পেজ লাইক থাকলে তাও একই সঙ্গে মুছে যাবে। আর এতে স্বাভাবিকভাবেই কমে যাবে অসংখ্য ফ্যান পেজের লাইকের সংখ্যা।

ফেসবুক কর্তৃপক্ষ আরো জানায়, এ মাসের ১২ তারিখের মধ্যে তাদের নাম মুছে ফেলা হবে। তারা পেজ অ্যাডনিমদের কাছে এ খবর জানিয়ে এরই মধ্যে বার্তা পাঠিয়েছে। ফেসবুকের এ বার্তায় মাথায় হাত পড়েছে বহু নামি-অনামি প্রতিষ্ঠানের সোস্যাল মিডিয়া ম্যানেজারদের।

কারণ কাড়ি কাড়ি টাকা তারা ফেসবুককে দিয়ে লাখ লাখ লাইক কিনেছে। এর মধ্যে প্রচুর সংখ্যায় এমন ইউজার রয়েছে যারা হয়তো এখন নিষ্ক্রিয়৷ ফলে ফেসবুকের নতুন উদ্যোগে ওই সমস্ত লাইক ফেসবুক ফ্যান পেজ থেকে বাতিল হয়ে যাবে৷

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়