লন্ডনে গুগলের প্রথম দোকান
ঢাকা: প্রথমবারের মতো নিজ নামে বিক্রয়কেন্দ্র খুলেছে গুগল। লন্ডনের টোটেনহাম কোর্ট সড়কে কারিজ পিসি ওয়ার্ল্ডে ‘গুগল শপ’ নামে এই বিক্রয়কেন্দ্রটি খোলা হয়েছে। এখান থেকে গুগলের অ্যাড্রয়েড ফোন, ট্যাব, ক্রোমবুক ল্যাপটপ এবং ক্রোমকাস্ট টিভি সার্ভিসের বিভিন্ন পণ্য ও সেবা কিনতে পারবেন ক্রেতারা। দোকানটিতে ভোক্তারা বিভিন্ন ডিভাইস এবং গুগল অ্যাপসের ব্যবহারিক সেবা পাবেন।
অনলাইন কোম্পানিগুলোর মধ্যে গুগলই প্রথম নিজের নামে বিক্রয়কেন্দ্র খুললো। ক্রমবর্ধমান বিস্তারের ক্ষেত্রে সাধারণত আমরা বিক্রয়কেন্দ্র বলতে যেমন বুঝে থাকি, অনলাইন কোম্পানিগুলোর সে ধরণের দোকান খোলার বাস্তবতাকেই ‘গুগল শপ’ সামনে নিয়ে আসে।
এদিকে, আমাজনও নিউইয়র্কে বিক্রয়কেন্দ্র খোলার কথা ভাবছে বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম