বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে অ্যাপ
নিউজবাংলাদেশ.কম রিপোর্ট
বিশ্বকাপ ক্রিকেটের সব খবর হাতের মুঠোয় এনে দিতে প্রযুক্তি প্রতিষ্ঠান ড্রিম ৭১ তৈরি করেছে ক্রিকেট বাংলাদেশ নামের একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ)। এতে পাওয়া যাবে বাংলাদেশের সব ম্যাচের সর্বশেষ স্কোর। টাইগার্স নামের অপশনে পাওয়া যাবে বাংলাদেশ দলের সব সদস্যের পরিচিতি, তাঁদের সব ফরম্যাটের ক্রিকেটের সর্বশেষ পরিসংখ্যান।
কবে কখন কোন দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ আছে, তা জানা যাবে ম্যাচ শিডিউল থেকে। বাংলাদেশ ক্রিকেট দলের নানা ভিডিও, সর্বশেষ খবরাখবর ও খেলোয়াড়দের সর্বশেষ র্যাঙ্কিং পাওয়া যাবে অ্যাপটিতে। সঙ্গে অ্যাপটির যেকোনো তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সুযোগও আছে। মোটকথা অ্যাপে বাংলাদেশ ক্রিকেট দলের পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠবে।
অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম ৭১ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ কবির বলেন, ‘বিশ্বের সব ক্রিকেট দলেরই নিজস্ব অ্যাপ থাকলেও আমাদের অনেক গর্বের ক্রিকেট দলকে নিয়ে কোনো পূর্ণাঙ্গ অ্যাপ তৈরি হয়নি। মূলত সেখান থেকেই এমন একটি অ্যাপ তৈরির কথা মাথায় আসে।’
গত বছরের ১২ নভেম্বর প্রাথমিকভাবে অ্যাপটি প্রকাশ করা হয়। অনেক নতুন বৈশিষ্ট্য যোগ করে অ্যাপটি আরও উন্নত করা হয়েছে এখন। অ্যাপটি চলবে অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনে। নামানোর ঠিকানা: http://bit.ly/CricketBangladesh
নিউজবাংলাদেশ.কম