News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ২০:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২০

নতুন প্রাইভেসি ত্রুটি ফেইসবুকে

নতুন প্রাইভেসি ত্রুটি ফেইসবুকে

নিউজবাংলাদেশ.কম রিপোর্ট

ব্যবহারকারীর অজান্তেই মুছে যেতে পারে ফেইসবুকে ‘পাবলিক’ করে রাখা ছবি। এমন ত্রুটির সন্ধান পেয়েছেন লক্ষণ মুথিয়া নামের এক ব্যক্তি।

ফেইসবুক অ্যাপ তৈরির জন্য ডেভেলপারদের একটি সহজ উপায় হচ্ছে গ্রাফ এপিআই। বিবিসি জানিয়েছে, গ্রাফ এপিআই নিয়ে কাজ করছিলেন মুথিয়া। নিজের ছবির উপর পরীক্ষা চালানোর পর তিনি দেখেন এতে এমন একটি উপায় রয়েছে যার মাধ্যমে কোডটিকে ভুলভাবে ব্যবহার করে ব্যবহারকারীর অজান্তেই ‘পাবলিক’ করে রাখা ছবি মুছে দেয়া সম্ভব।

নিজের ব্লগে এক বিবৃতিতে মুথিয়া বলেন, “কি হবে, যদি আপনার অজান্তেই আপনার ছবি মুছে যায়?”। তিনি বলেন, “ফেইসবুকে পাবলিক করে রাখা বা আমি দেখতে পারি, আপনার এমন সব ছবি আমি মুছে ফেলতে পারব।”

এ ঘটনার সঙ্গে সঙ্গে তিনি ফেইসবুকের সিকিউরিটি টিমের কাছে অভিযোগ করেন তিনি।

ফেইসবুকের একজন মুখপাত্র এ ঘটনা নিশ্চিত করে বলেন, “আমরা গ্রাফ এপিআই নিয়ে একটি ইসুর ব্যাপারে অভিযোগ পেয়েছি এবং দ্রুতই এ সমস্যার সমাধান করেছি। এই ইসু নিয়ে অভিযোগকারী গবেষককে আমরা ধন্যবাদ জানাতে চাই।”

ফেইসবুকের একটি প্রোগ্রাম রয়েছে যার মাধ্যমে ‘হোয়াইট হ্যাটস’ বা নৈতিকভাবে বৈধ কম্পিউটার হ্যাকাররা ফেইসবুকের বিভিন্ন ত্রুটি নিয়ে অভিযোগ করতে পারেন।

মুথিয়া একটি স্ক্রিনশট পোস্ট করেছেন যাতে দেখা যায়, ফেইসবুক তাকে এ ত্রুটি খুঁজে দেয়ার জন্য সাড়ে ১২ হাজার ডলার পুরস্কারের প্রস্তাব দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়