১৬ শিক্ষক পাবেন ইউজিসি অ্যাওয়ার্ড
ঢাকা: মৌলিক ও উদ্ভাবনীমূলক গবেষণা ও প্রবন্ধ বইয়ের স্বীকৃতিস্বরূপ ২০১২-১৩ সালের জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬ জন গবেষককে ইউজিসি অ্যাওয়ার্ডে দিতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
২৯ মার্চ বিকেল ৩টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই গবেষকদের হাতে পুরস্কার তুলে দেবেন।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পাবলিক সাপোর্ট অ্যান্ড পাবলিক ডিভিশনের উপ-পরিচালক মো. ওমর ফারুক। তিনি জানান, গবেষকদের কাছ থেকে আবেদন পাওয়ার পর প্রথমে বাছাই কমিটি, দ্বিতীয়ত মূল্যায়ন কমিটি এবং সবশেষে ফাইনাল কমিটি অ্যাওয়ার্ডের জন্য তালিকা চূড়ান্ত করেছে।
ওমর ফারুক জানান, ২০১২ সালের জন্য অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন ও সহযোগী অধ্যাপক ড. জামিলা আহমেদ চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহম্মাদ মিজানুর রহমান খান, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ ইউনুস আলী, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শাহ আলম এবং সিভিল ইঞ্জিয়ারিং বিভাগের ড. এম হাবিবুর রহমান।
তিনি আরও জানান, ২০১৩ সালের জন্য অ্যাওয়ার্ড প্রাপ্ত হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আশফাক হোসাইন, আইবিএর অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউল্লাহ মামুন, ক্লিনিক্যাল ফার্মাসি বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুজন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক নাজমা শাহীন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এবিএম আবদুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার শাহ, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল বিভাগের সহকারী ড. তানভীর ফেরদৌস সাঈদ, বাংলাদেশ এগ্রিকালচারাল (ময়মনসিং) বিশ্ববিদ্যালয়ের ফিশারিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. নান্নু মিয়া।
মনোনীতদের বইয়ের জন্য ৫০ হাজার এবং প্রবন্ধের জন্য ৩০ হাজার টাকা ছাড়াও একটি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট দেয়া হয় বলে ইউজিসি সংশ্লিষ্ট বিভাগ জানায়।
ওমর ফারুক জানান, বিশেষ অতিথি হিসাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব নজরুল ইসলাম খান ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকদের মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ দিতে ১৯৮০ সাল থেকে এ অ্যাওয়ার্ড চালু হয়। ২০১১ সাল পর্যন্ত গবেষণা ও প্রকাশনার জন্য ১১৬ জনকে এ অ্যাওয়ার্ডে ভূষিত করে ইউজিসি।
নিউজবাংলাদেশ.কম
নিউজবাংলাদেশ.কম