মোবাইল জানাবে আপনার মৃত্যুর সময়
ঢাকা: সবাই জানতে চায় তার বয়স কত হবে। মাঝ বয়সেই হুট করে মরে যাবেন নাকি বুড়ো হয়ে মরবেন। এসব প্রশ্নের উত্তর জানাবে মোবাইল ফোন।
বিশ্বাস হচ্ছে না? সম্প্রতি নতুন একটি অ্যাপ সংযোজন করেছে আইফোন। এর নাম ‘ডেডলাইন’। আপ আপনার আইফোনের হেলথকিট টুল বিশ্লেষণ করে জানাবে আপনি কত দিন বেঁচে থাকবেন।
আইফোনের হেলথকিট টুল আপনার উচ্চতা, রক্তচাপ, ঘুমের পরিমাণ ও গোটা দিনে আপনার শারীরিক গতিবিধিকে রেকর্ড করে রাখে। ‘ডেডলাইন’ অ্যাপ এই রেকর্ডেড ডেটাকে ব্যবহার করেই আপনার দৈনিক জীবনযাপন সম্পর্কে কিছু উত্তরের ভিত্তিতে আপনার মৃত্যুর দিন নির্ধারণ করে জানাবে।
অ্যাপের নির্মাতা গিস্ট এলএলসি অ্যাপলের আইটিউন পেজে লিখেছেন, কোনও অ্যাপই আপনার মৃত্যুর দিন ও সময় একেবারেই সঠিক করে বলতে পারে না। এই অ্যাপটি আপনার জীবনযাত্রার ওপর নজর রাখবে ও শরীর সুস্থ রাখতে উৎসাহিত করবে। এমনকি, প্রয়োজন পড়লে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও দেবে।
নিউজবাংলাদেশ.কম
নিউজবাংলাদেশ.কম