News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ৭ মার্চ ২০১৫
আপডেট: ২৩:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২০

ইয়াহুর সিইওকে যৌন হয়রানির দায়ে একজন আটক

ইয়াহুর সিইওকে যৌন হয়রানির দায়ে একজন আটক

ইয়াহুর সিইও মারিশা মায়ারকে হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মারিশা মায়ারকে যৌনআবেদময় গ্রাফিক ই-মেইল পাঠানোর দায়ে গ্রেগরি কেলভিন কিংকে (৩০) গ্রেফতার করে টেক্সাস পুলিশ।

ডেইলি মেইল জানায়, গত বৃহস্পতিবার অস্টিন শহর থেকে কেলভিনকে গ্রেফতার করা হয়। মায়ারকে হয়রানির অভিযোগে দুই বছর সাজা খেটে গত মাসেই (ফেব্রুয়ারি) মুক্তি পান তিনি। ক্যালিফোর্নিয়ার এক আদালত ২০১২ সালে তাকে একই অভিযোগে তিন বছরের জন্য সংশোধনাগারে পাঠান। তবে, বিধি ভঙ্গের দায়ে তার সংশোধনের সুযোগ প্রত্যাহার করা হয়।

আদালতের নথি অনুযায়ী, ২০১৪ সালে কিংকে কারাগারে পাঠানো হয়। গত মাসে জেল থেকে মুক্তির পর আবারও একই কর্ম করেন তিনি। পুলিশ জানায়, টেক্সাসের বিভিন্ন এলাকা থেকে মায়ারকে অন্তত ৬০ টি অপ্রত্যাশিত ও যৌনআবেদনময় রেখাচিত্র সম্বলিত ই-মেইল করেন কিং।
 
এ অপরাধের ধরণ ও মাত্রা বিবেচনায় কেলভিন কিংয়ের ২০ বছরের কারাদণ্ড হতে পারে। পুলিশের নথিতে গৃহহীন কিং কোন আইনজীবীও নিয়োগ দেননি।

উল্লেখ্য, মায়ার ২০১২ সালের জুলাই থেকে ইয়াহুতে কর্মরত আছেন। এরআগে তিনি ১৩ বছর গুগলে কর্মরত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়