কারা চাকরি পান ফেসবুকে?
ঢাকা: অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ফেসবুকে চাকরি দেয়ার আগে একজন চাকরিপ্রার্থীকে কী প্রশ্ন করা হয়? কারা চাকরি পান আর তাদের যোগ্যতাই বা কী থাকে।
সম্প্রতি বার্সেলোনায় একটি অনুষ্ঠানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ চাকরি নিয়ে অনেক কথাই বলেছেন।
জুকারবার্গে বলেন, “আমার সংস্থায় তারাই কাজ করতে পারবেন, যারা আমার জন্য কাজ করবেন। আমি তো তাদের জন্যই কাজ করছি, তাহলে তাকেও আমার হয়ে, আমার মতো করে কাজ করতে হবে। আমার মতে এটা বেশ ভালো একটা পরীক্ষা।”
জুকারবার্গ আরও বলেন, “লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার মতো উন্নয়নশীল মহাদেশে স্মার্টফোনের ব্যবহার বাড়ানোর দিকে মন দিয়েছে ফেসবুক। তবে বেশ কিছু মোবাইল সার্ভিস অপারেটর বিনামূল্যে হোয়াটস অ্যাপ ও ফেসবুক পরিষেবা দেওয়ায় তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে।”
নিউজবাংলাদেশ.কম
নিউজবাংলাদেশ.কম