News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৪, ৪ মার্চ ২০১৫
আপডেট: ২২:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২০

প্লে স্টোর থেকে রিদ্মিক এবং ইউনিবিজয় সরালো গুগল

প্লে স্টোর থেকে রিদ্মিক এবং ইউনিবিজয় সরালো গুগল

ঢাকা: অ্যান্ড্রয়েড ফোনে বাংলা হরফ লেখার অ্যাপ রিদ্মিক এবং ইউনিবিজয় প্লে স্টোর থেকে অপসারণ করেছে গুগল কর্তৃপক্ষ। বিজয় কীবোর্ডের কপিরাইট লঙ্ঘন করায় এই সিদ্ধান্ত নিয়েছে গুগল।

এর আগে গত মাসের ১৯ তারিখে গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয় বিজয় বাংলা সফটওয়্যারের অ্যান্ড্রয়েড সংস্করণ। প্লে স্টোরে উন্মুক্ত করার পরপরই অ্যাপগুলোর বিরুদ্ধে বিজয় বাংলা কীবোর্ড লেআউট অবৈধভাবে ব্যবহারের অভিযোগ তোলেন মোস্তাফা জব্বার।

অ্যাপ অপসারণের বিষয়ে ইউনিবিজয় অ্যাপের ডেভেলপার আরিফ রহমান জানান, "গুগলের এই সিদ্ধান্তে আমি বিস্মিত হয়েছি।" তিনি আরও জানান, অ্যাপটি তৈরিতে ইউনিজয় লেআউট ব্যবহার করা হয়েছিল।

তবে গুগলের পক্ষ থেকে রিদ্মিক এবং ইউনিবিজয় কীবোর্ডের ডেভেলপারের কাছে পৃথকভাবে ইমেইল নোটিশ পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মোস্তাফা জব্বার অ্যাপ দুটির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন গুগলের কাছে। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই গুগল যুক্তরাষ্ট্রের আইন অনুসারে অ্যাপ দুটি অপসারণ করেছে।

এদিকে, গুগল প্লে স্টোর থেকে রিদ্মিক কীবোর্ড অপসারণের পর মোস্তাফা জব্বার নিজে গুগল কর্তৃপক্ষের কাছে কোন অভিযোগ করার কথা অস্বীকার করেন। গুগল নিজেই কপিরাইট আইন নিয়ে খুব সচেতন উল্লেখ করে তিনি বলেন, "হয়তোবা তারাই এই অ্যাপ দুইটি অপসারণ করেছে। এমনও হতে পারে যে, কোন ইউজার এই ব্যাপারে গুগলের কাছে অভিযোগ করেছে।"

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়