News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৩, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৮, ১৮ জানুয়ারি ২০২০

মানবকল্যাণে সব সম্পদ দান করার পরিকল্পনা কুকের

মানবকল্যাণে সব সম্পদ দান করার পরিকল্পনা কুকের

মানবকল্যাণে মাইক্রোসফটের বিল গেটসকে অনুসরণ করলেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। দাতব্য কাজে নিজের সব সম্পদ দান করার পরিকল্পনা করেছেন তিনি।

সম্পদ দানের পরিকল্পনার কথা জানিয়ে বিলিওনিয়ারদের তালিকায় না থেকেও কুক কোটিপতি প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের তালিকায় পড়ে গেলেন। মানবহিতৈষী হিসেবে এই তালিকায় রয়েছেন বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস, ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, ইবের প্রতিষ্ঠাতা পিয়েরি ওমিডায়ার, ইনটেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর প্রমুখ।

কুককে বিত্তশালী ব্যক্তি বলা হলেও তিনি বিলিওনিয়ারদের তালিকার মধ্যে পড়েন না। অ্যাপলে তাঁর মূল বার্ষিক বেতন হচ্ছে সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার। তাঁর মূল সম্পদের পরিমাণ হচ্ছে ১২ কোটি মার্কিন ডলার।

তকাল ২৬ মার্চ ফরচুন সাময়িকীতে নিজের পরিকল্পনার কথা জানিয়ে কুক জানিয়েছেন, ১০ বছর বয়সী ভাইপোর পড়াশোনার খরচ বাদে বাকি সব সম্পদ দাতব্য কাজে ব্যয় হবে।

টিম কুক বলেন, ‘আপনি জলাশয়ের সেই নুড়ি হতে চাইবেন, যা পরিবর্তনের জন্য তরঙ্গ সৃষ্টি করতে পারে।’

উল্লেখ্য, বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস তিন হাজার ২০ কোটি মার্কিন ডলার বা তাঁদের মোট সম্পদের ৩৭ শতাংশ দান করেছেন। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ১৫০ কোটি মার্কিন ডলার বা সম্পদের চার শতাংশ দাতব্য কাজে ব্যয় করেছেন।

কর্মীদের জন্য বিশেষ ছাড়, প্রতিষ্ঠানের মধ্যে দাতব্য কর্মসূচি গ্রহণের মতো সিদ্ধান্ত নিয়ে দাতা হিসেবে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। এছাড়া, স্ট্যানফোর্ড হাসপাতাল ও রোগ প্রতিরোধমূলক দাতব্য প্রতিষ্ঠান রেডকে ২০১২ সালে অর্থ সাহায্য করেছিলেন কুক।

প্রসঙ্গত, স্টিভ জবস ক্যানসারে আক্রান্ত হলে যখন যকৃত প্রতিস্থাপন করার প্রয়োজন দেখা দেয়, তখন নিজের যকৃতের অংশ বিশেষ দান করতে চেয়েছিলেন টিম কুক।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়