News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৩, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৪, ১৮ জানুয়ারি ২০২০

ভয়েস কল ফেসবুক থেকে!

ভয়েস কল ফেসবুক থেকে!

প্রযুক্তিপণ্যের বাজারে নতুন গুজব, ভয়েস কলিং অ্যাপ নিয়ে কাজ করছে শীর্ষ সামাজিক নেটওয়ার্কিং সেবা ফেসবুক। একাধিক প্রযুক্তিবিষয়ক সাইটের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের ফ্রেন্ড লিস্ট ধরে কে ফোন করছে তার নাম সহ বিভিন্ন তথ্য দেখাবে নতুন অ্যাপটি।
অ্যান্ড্রয়েডভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক নতুন অ্যাপটির নাম দিয়েছে ‘ফোন’। কলারের ফেসবুক তথ্যই স্ক্রিনে দেখানো হবে বলে ধারণা করছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। পাশাপাশি স্প্যাম হিসেবে চিহ্নিত করা কন্ট্যাক্টগুলো থেকে আসা কলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করবে অ্যাপটি।
নতুন ফিচারগুলো প্রাথমিকভাবে অল্পসংখ্যক ব্যবহারকারীর মাধ্যমে যাচাই করে দেখে ফেসবুক। তবে অ্যান্ড্রয়েড পুলিশের ফাঁস করা স্ক্রিনশট অনুযায়ী অ্যাপটিতে ‘এফবি-অনলি’ লেখা দেখে ধারণা করা হচ্ছে, আপাতত অ্যাপটি অভ্যন্তরীন পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

ফেসবুকের এক মুখপাত্র ম্যাশএবলকে বলেন, “আমরা সবসময়ই কিছু না কিছু নিয়ে পরীক্ষা করি।” তবে অ্যাপটি সম্পর্কে নির্দিষ্টভাবে কোনো মন্তব্য করেননি তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসএমআর

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়