News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৬, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫১, ১৮ জানুয়ারি ২০২০

অ্যান্ড্রয়েড ফোনে থাকবে মাইক্রোসফটের সব অ্যাপ

অ্যান্ড্রয়েড ফোনে থাকবে মাইক্রোসফটের সব অ্যাপ

অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে মাইক্রোসফটের অ্যাপস পেতে ব্যবহারকারীদের আর বেগ পেতে হবে না। অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে এখন থেকে আগে থেকেই ইনস্টল (প্রি-ইনস্টল) করা থাকবে সব মাইক্রোসফটের অ্যাপস।

ডেল ও স্যামসাং এ উদ্দেশে মাইক্রোসফটের সঙ্গে কাজের করার পরিকল্পনা করেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের এক খবরে বলা হয়েছে। মাইক্রোসফট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সিনেটের খবরে বলা হয়েছে, মাইক্রোসফটের স্কাইপ, ওয়ার্ডসহ সব  অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনে প্রি-ইনস্টল করা থাকবে। অ্যান্ড্রয়েড ফোনের হোম স্ক্রিন থেকেই এই অ্যাপগুলো ব্যবহার করা যাবে।

মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক্রোসফটের অ্যাপ অ্যান্ড্রয়েডে সহজলভ্য করার লক্ষ্যে স্থানীয়ভাবে ডিভাইস তৈরি করে এমন ছোট-খাটো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে মাইক্রোসফট।  

মাইক্রোসফটের অ্যাপ সহজলভ্য হলে অন্য বিনা মূল্যের অ্যাপের দিকে মানুষ ঝুঁকবে না বলে মনে করছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।

মাইক্রোসফটের ডেভলপমেন্ট বিভাগের কর্মকর্তা পেগি জনসন বলেন, ‘মাইক্রোসফটের মোবাইল-ফার্স্ট, ক্লাউড-ফার্স্ট ভিশনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা প্রমাণ করেছি যে, আমাদের নিজেদের প্ল্যাটফর্মের বাইরে গ্রাহকদের কথা ভাবতে আমরা ভয় করিনি এবং আমাদের নতুন করে প্রস্তুত করতেও দ্বিধা করিনি।’

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়