News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৮, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ১২:২০, ১ জুন ২০২০

ইন্টারনেটে ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র

ইন্টারনেটে ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র

মোবাইলের সিম কেনা থেকে শুরু করে পাসপোর্ট তৈরিসহ নিত্য নানা কাজে ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্রের ব্যবহার দিন দিন বাড়ছে। ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র তৈরিতে বা হারিয়ে ফেললে অথবা তথ্য হালনাগাদ, সংশোধন করতে হলে ঢাকার নির্বাচন কমিশন কার্যালয়ের অফিসেই যেতে হতো। তবে নাগরিকদের সেই ঝামেলা থেকে মুক্তি দিতে ইন্টারনেটেই কাজটি সেরে ফেলার ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করার ব্যবস্থাও রয়েছে এই ওয়েবসাইটে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট WWW.EC.ORG.BD-এ গিয়ে ডান পাশের কলাম থেকে এনআইডি অনলাইন সার্ভিসেস লিংক থেকে অথবা সরাসরি HTTPS://SERVICES.NIDW.GOV.BD ঠিকানা থেকে এই অনলাইন সেবাগুলো পাওয়া যাবে।

জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ করার জন্য নিবন্ধন করে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। নিবন্ধন করার সময় জাতীয় পরিচিতি (এনআইডি) নম্বর, জন্মতারিখ, মোবাইল ফোন নম্বর, ই-মেইল, বর্তমান ও স্থায়ী ঠিকানায় উল্লেখিত বিভাগ, জেলা, থানা নাম লিখতে হবে। এরপর ওই নির্দিষ্ট মোবাইল ফোন নম্বরে একটি ‘অ্যাকাউন্ট অ্যাকটিভেশন কোড’ পাঠানো হবে।

নিবন্ধনের পরবর্তী ধাপে এই কোড লেখা হলে নিবন্ধন সম্পন্ন হবে। পরবর্তী সময়ে এই সাইটে ঢুকতে (লগ–ইন) হলে এনআইডি নম্বর, জন্মতারিখ ও পাসওয়ার্ড লিখতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে এনআইডি নম্বর যদি ১৩ সংখ্যার হয়, তবে মূল এনআইডি নম্বরের আগে জন্মসালটি লিখতে হবে।

লগ–ইন করার পর তথ্য, ঠিকানা, ভোটার এলাকা, ছবি পরিবর্তনের জন্য আলাদা আলাদা ঘর রয়েছে। এ ছাড়া আইডি কার্ড পুনর্মুদ্রণ এবং নতুন ভোটারের আবেদনের হাল অবস্থা জানারও সুযোগ রয়েছে এই প্যানেলে।

হারানো কার্ড আবার উত্তোলনের অথবা নতুন আবেদন করার ফরমগুলোও পাওয়া যাবে HTTPS://SERVICES.NIDW.GOV.BD/FORMS ঠিকানায়। নতুন আবেদন ও তথ্য হালনাগাদ-সংক্রান্ত সাধারণ কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে HTTPS://SERVICES.NIDW.GOV.BD/FAQ এই ওয়েবসাইটে। 

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়