আর মনে রাখতে হবে না পাসওয়ার্ড
অনলাইনে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের জন্য নানারকম পাসওয়ার্ড মনে রাখতে হয়। এটা সহজ কথা নয়। পাসওয়ার্ড ভুলে গিয়ে বারবার বিপদেও পড়তে হয়। যারা একটু কাঁচা, তাদের দৌড়াতে হয় অন্য কারো কাছে সাহায্যের জন্য। কিন্তু এবার কারো কাছে দৌড়াতে হবে না। কারণ পাসওয়ার্ড মনে রাখার মতো ঝক্কি থেকে মুক্তি মিরতে যাচ্ছে।
সম্প্রতি বিকল্প পদ্ধতির পাসওয়ার্ডের ইয়াহু ও মাইক্রেসফট। ইয়াহু জানিয়েছে, ইয়াহু অ্যাকাউন্টে সাইন ইন করতে চাইলে প্রতিবারই নতুন পাসওয়ার্ড চলে যাবে ব্যবহারকারীরর মোবাইল ফোনে। আর ওই পাসওয়ার্ড দিয়ে তিনি একবারই লগ ইন করতে পারবেন।
আর মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর জন্য আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে যাচ্ছে।
তবে এই দুই প্রতিষ্ঠানের নতুন পাসওয়ার্ড পদ্ধতি নিয়েও প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, প্রতিবার লগ ইনের সময় মোবাইল ফোনের সাহায্য নেয়াটাও বিরক্তিকর। তাছাড়া ফোন চোরদের হাতে খুব সহজেই সাময়িক পাসওয়ার্ড চলে যেতে পারে।
আর মাইক্রোসফটের আঙলের ছাপ কিংবা মুখমণ্ডল প্রযুক্তিতে অনেকেরই আপত্তি আছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম