ফেসবুকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
ফেসবুকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মী। ফেসবুকে কাজ করার সময় তাকে যৌন হয়রানি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
সোমবার তিনি যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলাটি করেন। একইসঙ্গে তিনি ক্ষতিপূরণ দাবি করেন।
চিয়া হং নামের তাইওয়ানের ওই নারীর ফেসবুক থেকে চাকরি চলে যায় ২০১৩ সালে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের খবরে এসব জানা গেছে। চিয়া হং যৌন হয়রানি, লিঙ্গ বৈষম্য, জাতি-বিদ্বেষসহ নানা অভিযোগে মামলাটি করেছেন। চাকরিতে সব সময় তাকে হেয় করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে পুরুষ সহকর্মীদের পানীয় পরিবেশন করার মতো কাজও তাকে করতে হয়েছে।
হং তিন বছর ফেসবুকে চাকরি করেন। প্রথমে পণ্য ব্যবস্থাপক ও পরে ফাইন্যান্স টেকনোলজি পার্টনার ছিলেন।
তবে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, হং যেসব বিষয়ে অবিযোগ তুলেছেন, তাতে আমাদের অপত্তি আছে। কারণ তার সঙ্গে অসদাচরণ করা হয়েছে কিংবা তাকে হেয় করা হয়েছে, এমন কোনো রেকর্ড আমাদের কাছে নেই।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম