এক্সপ্লোরার বন্ধ করে নতুন ব্রাউজার নিয়ে আসছে মাইক্রোসফট
মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার বদলে নতুন ব্রাউজার নিয়ে আসার ঘোষণা দিয়েছে। তবে এখনই ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ হয়ে যাচ্ছে না। `প্রজেক্ট স্পার্টান` নামে এক প্রকল্পের মাধ্যমে নতুন ব্রাউজার তৈরির কাজ চলছে বলে জানিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। ইয়াহু নিউজ।
মাইক্রোসফট কোম্পানির মার্কেটিং বিভাগের প্রধান ক্রিস ক্যাপোসেলা মঙ্গলবার এ বিষয়ে ঘোষণা দিয়েছেন। নতুন ব্রাউজারটি উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেমের জন্য করা হচ্ছে জানিয়ে ক্রিস বলেন, এর জন্য নতুন নাম ও ব্যান্ডিংয়ের কাজও চলছে।
উল্লেখ্য, বর্তমানে উইন্ডোজ-১০ -এর এন্টারপ্রাইজ সংস্করণে ইন্টারনেট এক্সপ্লোরার রয়েছে।
ক্রিস আরও জানান, মাইক্রোসফট এখন নতুন ব্রাউজারের জন্য একটি নতুন নাম খুঁজতেই কাজ করছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম