আইএস জঙ্গিদের লুট করা প্রত্নসামগ্রী বিক্রি হচ্ছে অনলাইনে
ইরাক ও সিরিয়ার বিভিন্ন জাদুঘর ও প্রত্নতাত্তিক স্থান থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের লুট করা সামগ্রী অনলাইনে বিক্রি হচ্ছে। অনলাইন বিকিকিনির সাইট ই-বেতে এ ধরণের বেশ কিছু প্রত্নসামগ্রী বিক্রয়ের জন্য প্রদর্শিত হচ্ছে। ডেইলি মেইল।
চলতি মাসের শুরুতে টাইগ্রিস নদীতীরবর্তী অ্যাসিরীয় শহর নিমরুদে আইএস জঙ্গিরা হামলা চালিয়ে প্রত্নসামগ্রী লুটের পাশাপাশি ধ্বংস করে প্রত্ননিদর্শণ। এর কয়েকদিন আগে আইএস জঙ্গিদের হাতে ধ্বংস ও লুটের শিকার হয় মসুলের জাদুঘর।
ধারণা করা হচ্ছে, নিমরুদ ও মসুল জাদুঘর থেকে লুট করে নেওয়া দুর্লভ সব প্রত্নসামগ্রী চোরাচালান হয়ে আসছে অলনাইনে। ই-বেতে রাখা প্রত্নসামগ্রীগুলোর মধ্যে রয়েছে প্রাচীন কিছু মুদ্রার পাশাপাশি দুর্লভ কিছু অলঙ্কার এবং স্থাপত্যও।
পশ্চিম সিরিয়ার আপামিয়া শহর থেকে খোয়া যাওয়া এমনই দুটি মুদ্রার সম্প্রতি দেখা মিলেছে ওই ওয়েবসাইটে। অনুমান করা হচ্ছে দুটি মুদ্রাই প্রাচীন গ্রিক সভ্যতার নির্দশন। চাহিদার চেয়ে জোগান বেশি হওয়ায়, দামও কম রাখা হচ্ছে অবিশ্বাস্য হারেই। অনলাইনে মুদ্রাদুটির মধ্যে একটির দাম ৫৭ ইউরো, অন্যটির ৯০ ইউরো ধার্য করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম