News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৩, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ১০:২৩, ১৮ জানুয়ারি ২০২০

ফাইন্ড ডটকমকে কিনে নিয়েছে ফেসবুক

ফাইন্ড ডটকমকে কিনে নিয়েছে ফেসবুক

অনলাইন শপিং সার্চ ইঞ্জিন দ্য ফাইন্ড ডটকমকে কিনে নিয়েছে ফেসবুক। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যাবে দ্য ফাইন্ড ডটকমের নিজস্ব কার্যক্রম।

সানফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহত্তম সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুকের সঙ্গে গত শুক্রবার শপিং সার্চ ইঞ্জিন ফাইন্ড ডটকমের কেনাবেচা সংক্রান্ত এক চুক্তি হয়।

উভয় পক্ষই নিজেদের ওয়েবসাইটে এ চুক্তির খবর জানালেও ফেসবুক ঠিক কত টাকায়, কীভাবে দ্য ফাইন্ড ডটকমকে কিনে নিল, সে বিষয়ে বিস্তারিত কোন তথ্যই প্রকাশ করা হয় নি।

নয় বছর ধরে কেনাকাটার অভিজ্ঞতাকে সুবিধাজনক, কার্যকর ও আনন্দদায়ক করার চেষ্টার কথা উল্লেখ করে দ্য ফাইন্ড ডটকম এক বার্তায় জানিয়েছে, এখন আমরা আমাদের ভোক্তাদের জন্য আরও বেশি কিছু করার জন্য ফেসবুকের সঙ্গে যুক্ত হয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি।

শপিং ইঞ্জিনটি আরও জানায়, দ্য ফাইন্ড ডটকমের কর্মীরা ইতিমধ্যেই ফেসবুক দলে যোগ দিতে শুরু করেছেন।

দ্য ফাইন্ড ডটকমের সঙ্গে এই চুক্তি সম্পর্কে ফেসবুক এক বার্তায় জানিয়েছে, ‘একসঙ্গে মিলিত হয়ে আমরা ভোক্তাদের জন্য ফেসবুকের বিজ্ঞাপনের অভিজ্ঞতাকে আরও প্রাসঙ্গিক ও ভালো করতে পারব বলে আমরা বিশ্বাস করি।’

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়