প্রযুক্তিখাতের পথিকৃৎ এস এম কামাল আর নেই
এস এম কামাল। ছবি: সংগৃহীত
দেশের প্রযুক্তিখাতের অন্যতম পথিকৃৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ ফজর ধানমন্ডির সোবাহানবাগ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন।
তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রথম এবং বেসিসের প্রতিষ্ঠাতা ও দ্বিতীয় সভাপতি ছিলেন এস এম কামাল।
তার মৃত্যুতে বিসিএস ও বেসিস পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও লিংকডইনে খাত সংশ্লিষ্টরা দেশের তথ্যপ্রযুক্তি খাতে তার অবদানের কথা তুলে ধরে শোকগাঁথা পোস্ট শেয়ার করেছেন।
জানা যায়, এস এম কামালের জন্ম ১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গায়। ষাটের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম ব্যাচ থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৮ সালে বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমে পেশাজীবন শুরু করেন। আশির দশকের মাঝামাঝি সময় থেকে বেশ কয়েক বছর তিনি বেক্সিমকো কম্পিউটার্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি