দেশে উবার চালকদের ১২২ কোটি কিলোমিটার পথ পাড়ি
উবারের হেলথ ক্যাম্প
উবার বাংলাদেশে গত ৮ বছরে সাড়ে ১৬ কোটি ট্রিপ সম্পন্ন করেছে। দেশের রাইডশেয়ারিং অ্যাপ উবার তাদের ৮ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই তথ্য প্রকাশ করেছে।
উবার গত ৮ বছরে ৭ দশমিক ২ মিলিয়নেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে এবং সাড়ে ৩ লাখ ড্রাইভার-পার্টনারের জন্য আয়ের সুযোগ তৈরি করেছে। একই সময়ে উবার চালকরা ১২২ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।
উবার বাংলাদেশ তাদের ৮ম বার্ষিকী উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ‘থ্যাঙ্ক ইউ’ ক্যাম্পেইন চালু করেছে। ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় উবার শীর্ষ ড্রাইভার-পার্টনার, যাত্রী ও হিরো পার্টনারদের স্বীকৃতি প্রদান ও উদযাপনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস বলেন, গত আট বছরে উবার বাংলাদেশের পরিবহন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। উবার যাত্রীদের চালকদের সাথে সংযুক্ত করে যারা আমাদের প্ল্যাটফর্মের মেরুদণ্ড।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ