News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৯, ৩ ডিসেম্বর ২০২৪

ভোডাফোনের স্প্যাম মেসেজ শনাক্ত করবে এআই প্রযুক্তি  

ভোডাফোনের স্প্যাম মেসেজ শনাক্ত করবে এআই প্রযুক্তি  

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান ভোডাফোন তাদের নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য বিশেষ একটি সুবিধা চালু করেছে। এই সুবিধায় যেকোনও স্প্যাম মেসেজ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শনাক্ত করে সেটাকে একটি ফ্ল্যাগের মাধ্যমে উপস্থাপন করবে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, আপাতত এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে পরীক্ষামূলক পর্যায়েই ইতিমধ্যে এই প্রযুক্তি দুই কোটি ৪০ লাখ স্প্যাম মেসেজ শনাক্ত করেছে। প্রতিষ্ঠানটির সিটিও জাগবীর সিং বলেন, দিনে দিনে অনেক বেশি সংখ্যক মানুষ এই ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে এসএমএসভিত্তিক অনেক স্প্যাম এবং পটেনশিয়াল  স্প্যাম আক্রমণের মাত্রা অনেক বেড়ে গেছে।  তিনি আরও বলেন, আমাদের এআই ক্ষমতা সম্পন্ন ডিটেকশন টেকনোলজি সক্রিয় এবং রিয়েল টাইম প্রটেকশনের মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করেছে।

ভোডাফোনের এআই অ্যালগরিদমটি মিলিয়ন মিলিয়ন এসএমএস- এর উদাহরণ থেকে প্রশিক্ষিত যা সহজেই সম্ভাব্য আক্রমণ, ভুয়া লিংক, অননুমোদিত প্রমোশন, বিভিন্ন রকমের হামলার আশঙ্কা থেকে ব্যবহারকারীকে সুরক্ষা করবে। তাদের প্রোটেকটিভ এআই সিস্টেম বিভিন্ন বিভিন্ন প্যাটার্নের ফিশি লিংক, অনেকাঙ্ক্ষিত প্রেরক এবং স্প্যাম মেসেজে ব্যবহার করা বিভিন্ন শব্দ ডিটেক্ট করে সেখান থেকে নিজেকে প্রশিক্ষিত করে ফেলতে পারে।

গত সেপ্টেম্বরে ভারতের আরেকটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এআই ক্ষমতা সম্পন্ন মেসেজ অ্যালার্ট সিস্টেম চালু করে। তাদের এই সলিউশান প্রসেস করে এক ট্রিলিয়ন রিয়েল টাইম ভিত্তিতে। এটি ৯৯ শতাংশ মেসেজ এবং ৯৭ শতাংশ স্প্যাম কল ঠেকাতে সক্ষম হয়।

সূত্র: ইকোনোমিক টাইমস ডট ইন্ডিয়াটাইমস ডট কম অবলম্বনে 

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়