News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪১, ১২ নভেম্বর ২০২৪

প্লেব্যাকের গতি নিয়ন্ত্রণ সুবিধা নতুনভাবে ইউটিউবে

প্লেব্যাকের গতি নিয়ন্ত্রণ সুবিধা নতুনভাবে ইউটিউবে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিনোদন থেকে শুরু করে বিভিন্ন টিপস বা তথ্য জানা থেকে শুরু করে অনেক কাজেরই সমাধান মেলে ইউটিউবে। ফলে অনেকের কাছেই এটি খুব জনপ্রিয় একটি ভিডিও পোর্টালের সাইট। কিন্তু অনেক ভিডিওতেই থাকে অপ্রয়োজনীয় কথাবার্তা। আবার সময় কম থাকার কারণেও অনেকের পক্ষে পুরো ভিডিও দেখার সময় থাকে না। এসব কারণে ব্যবহারকারীদের অনেকেই ভিডিওর গতি বড়িয়ে দেখেন।

স্পিড কন্ট্রোলে (গতি নিয়ন্ত্রণ) ব্যবহারকারীদের জনপ্রিয়তা বাড়ায় ইউটিউবের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে নতুন নতুন ডিজাইনের প্লেব্যাক স্পিড কন্ট্রোল সুবিধা আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

তাদের তথ্যমতে, ইউটিউব ভিডিওর প্লেব্যাক স্পিড সিলেক্ট করলে একটি ভার্টিক্যাল মেনু আসে। সেখানে ০.২৫ গুণ, ০.৫ গুণ, ০.৭৫ গুণ, সাধারণ, ১.২৫ গুণ, ১.৫ গুণ, ১.৭৫ গুণ এবং ২ গুণ ইত্যাদি এই কয়টি অপশন নির্বাচন করে প্লেব্যাকের স্পিড কন্ট্রোল করা যায়। আর নতুন ডিজাইনে ইউটিউব প্লেব্যাক স্পিডের কন্ট্রোলারটি ভার্টিক্যালভাবে না থেকে স্ক্রিনের নিচের অংশে দেখা যাবে। নতুন ডিজাইন অনুযায়ী পাঁচটি প্রিসেট স্পিড অপশন দেখা যাবে ভিডিওর স্ক্রিনে। এগুলো হলো ০.২৫ গুণ, ১.০ গুণ (সাধারণ), ১.২৫ গুণ, ১.৫ গুণ এবং ২.০ গুণ।

পাশাপাশি নতুন ডিজাইনের প্লেব্যাক স্পিড কন্ট্রোলে একটি স্লাইডার যোগ হবে। এই স্লাইডার ব্যবহার করে ব্যবহারকারীরা ০.৫ গুণ করে প্লেব্যাকের গতি বাড়াতে পারবেন। স্লাইডারটি সামনে বা পেছনে টেনে অথবা দুই প্রান্তে থাকা প্লাসমাইনাস বাটনে ক্লিক করে দ্রুত ভিডিওর স্পিড কন্ট্রোল করতে পারবে ব্যবহারকারীরা।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়