News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৯, ৩১ অক্টোবর ২০২৪

২০ শতাংশ কর্মী ছাঁটাই করছে ড্রপবক্স

২০ শতাংশ কর্মী ছাঁটাই করছে ড্রপবক্স

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ড্রপবক্স তাদের মোট কর্মীর ২০ শতাংশ ছাঁটাই করছে, যা প্রতিষ্ঠানটির সিইও ড্রিউ হিউস্টন একটি পরিবর্তনের সময়কাল বলে উল্লেখ করেছেন। কর্মীদের উদ্দেশে এক চিঠিতে তিনি জানিয়েছেন, এই ছাঁটাইয়ের ফলে প্রায় ৫২৮ জন কর্মী ক্ষতিগ্রস্ত হবে। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হচ্ছে যেখানে অতিরিক্ত বিনিয়োগ হয়েছে, সেখানে কাটছাঁট করা এবং একটি মেদহীন ও দক্ষ টিম তৈরি করা।

তিনি লিখেছেন, সিইও হিসেবে আমি এই সিদ্ধান্ত এবং এর পিছনের পরিস্থিতির সম্পূর্ণ দায় নিচ্ছি এবং এতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, বাজারটি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বিনিয়োগকারীরা এই ক্ষেত্রে কোটি কোটি ডলার ঢালছে। এটি আমাদের লক্ষ্যবস্তু এবং আমাদের আরও দৃঢ় বিনিয়োগের প্রয়োজনীয়তাকে জোরালোভাবে তুলে ধরছে।

ড্রপবক্স ছাঁটাই বাবদ মোট ৬৩ থেকে ৬৮ মিলিয়ন ডলার খরচ করবে যার বেশিরভাগই সেভারেন্স এবং অন্যান্য সুবিধার জন্য ব্যয় হবে। এই ছাঁটাইয়ের কারণে ৪৭ থেকে ৫২ মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হিসেবে চিহ্নিত হবে। বেশিরভাগ অর্থ চলতি বছরের চতুর্থ প্রান্তিকে এবং বাকিটা আগামী বছরে দেওয়া হবে।

সম্প্রতি ড্রপবক্স ব্যবসায়িক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে এবং বক্স ও গুগল ড্রাইভের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো সাথে প্রতিযোগিতায় বাজার হারাচ্ছে। সর্বশেষ ত্রৈমাসিক রিপোর্টে, তারা মাত্র ৬৩ হাজার নতুন ব্যবহারকারী যুক্ত করতে পেরেছে যা তাদের মোট ১৮ মিলিয়ন ব্যবহারকারীর তুলনায় নগণ্য এবং তাদের প্রবৃদ্ধি কমতে কমতে একক অঙ্কে নেমে এসেছে।

হিউস্টন লিখেছেন, আমরা আমাদের মূল ব্যবসায় চাহিদার হ্রাস ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি। গত কয়েক বছরে আমরা অনেক অগ্রগতি করলেও কিছু ক্ষেত্রে এখনও আমাদের গ্রাহকদের প্রত্যাশার স্তরে পৌঁছাতে পারছি না এবং শিল্পের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না।

এবারের ছাঁটাই পর্বটি এক বছর পর এসেছে যখন ড্রপবক্স প্রায় ৫০০ কর্মী ছেড়ে দিয়েছিল এবং এআই প্রযুক্তিতে তাদের বিনিয়োগ ক্রমবর্ধমান। সম্প্রতি ড্রপবক্স তাদের এআই চালিত স্মার্ট অনুসন্ধান টুল ড্রপবক্স ড্যাশ-এ ডেটা পরিচালনার মতো এন্টারপ্রাইজ-কেন্দ্রিক ক্যারেক্টার যোগ করেছে।

 

 

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়