News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩১, ২৭ অক্টোবর ২০২৪

ইন্টেলের পণ্যের নিরাপত্তা নিয়ে চীনের উদ্বেগ

ইন্টেলের পণ্যের নিরাপত্তা নিয়ে চীনের উদ্বেগ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চীনের বাজারে বিক্রি হওয়া ইন্টেলের পণ্যের বিশেষ করে চিপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সাইবার সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব চায়না (সিএসিএসি)। খবর সিএনএন ডট কমের।

সিএসিএসি নামের এই সাইবার নিরাপত্তা সংগঠনটির সাথে চীন সরকারের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। ফলে তাদের এমন শঙ্কা ও উদ্বেগ প্রকাশের জন্য চীনের বাজারে ইন্টেলের পণ্য নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। বিশ্লেষকদের ধারণা, ইন্টেলের আয়ের বড় একটি অংশ আসে চীনের বাজার থেকে। তাই এ ধরনের পদক্ষেপ ইন্টেলের জন্য আর্থিক ঝুঁকির কারণ হতে পারে।

সম্প্রতি নিজেদের উইচ্যাট অ্যাকাউন্টে (অফিশিয়াল) একটি দীর্ঘ বার্তায় ইন্টেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সিএসিএসি। এসব অভিযোগ আনুষ্ঠানিকভাবে উত্থাপনের ফলে চীনের সাইবার নিয়ন্ত্রক সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়নার (সিএসি) মাধ্যমে ইন্টেলের পণ্যের ওপর নিরাপত্তা পর্যালোচনার পথ উন্মুক্ত হতে পারে।

অবশ্য এ বিষয়ে ইন্টেল ও সিএসি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে চীনের সামরিক প্রযুক্তির আধুনিকায়ন রোধে ওয়াশিংটনও দেশটির চিপ নির্মাণ সরঞ্জাম ও যন্ত্রাংশে সীমাবদ্ধতা আরোপ করেছে।

 

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়