গোপন নজরদারি
সিম কার্ড হ্যাকের অভিযোগ
গোপনে নজরদারি চালাতে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দারা এবার মোবাইল সিম কার্ড হ্যাক করেছে। ডাচ কোম্পানি জিমালতোর সিম কার্ডের কোড সাইবার আক্রমণ করে গোয়েন্দারা চুরি করে বলে বিবিসি জানায়।
মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া এডওয়ার্ড স্নোডেন এর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনটি শীর্ষস্থানীয় সিম কার্ড নির্মাতা প্রতিষ্ঠান জিমালতোর গুরুত্বের সঙ্গে নিয়েছে।
স্নোডেন জানিয়েছেন, গোয়েন্দারা বিশ্বের বিভিন্ন সেলুলার নেটওয়ার্কে নজরদারি করতে এই হ্যাকিং আক্রমণ চালিয়েছে। এক্ষেত্রে ভয়েস ও ইন্টারনেট ব্যবস্থায় নজরদারি করতে পারবে গোয়েন্দারা।
প্রসঙ্গত, নেদারল্যান্ডসের সিম নির্মাতা প্রতিষ্ঠানটি জিমালতো নামের ওই সিম নির্মাতা প্রতিষ্ঠানটি ৮৫টি দেশে সিম তৈরি করে এবং তাদের ৪০টি সিম উৎপাদনকারী কারখানা রয়েছে। এই প্রতিষ্ঠানটির গ্রাহক তালিকায় এটিঅ্যান্ডটি, টি-মোবাইল, ভেরিজন, স্প্রিন্টের পাশাপাশি রয়েছে বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় মোবাইল অপারেটরা।
নিউজবাংলাদেশ.কম