News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৩, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ২০:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২০

গুগল স্ট্রিট ভিউয়ে এভারেস্ট

গুগল স্ট্রিট ভিউয়ে এভারেস্ট

পর্বতারোহী না হলেও এভারেস্টকে কাছ থেকে দেখতে অনেকেরই ইচ্ছে করে থাকে। গুগল স্ট্রিট ভিউ প্রকল্পের মাধ্যমে এবার সে ইচ্ছের অনেকটাই পুরণ হবে।

গুগল, আপা শেরপা ফাউন্ডেশন এবং স্টোরি সাইকেল নামে নেপালের অলাভজনক প্রতিষ্ঠানের সহযোগিতায় ১০ দিনের একটি অভিযানের আয়োজন করে এবং এর মাধ্যমেই এই স্ট্রিট ভিউর সব ছবি সংগ্রহ করা হয়।

কাজটি সম্পন্ন করার জন্য এভারেস্টে ২১ বার আরোহণকারী ‘আপা শেরপার’ সঙ্গে চুক্তিও করেছে।

ভার্চুয়াল এই টুরের মাধ্যমে এভারেস্টের গোরাকশেপ পর্যন্ত যাওয়া যাবে।

বাংলাদেশনিউজ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়