News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৪, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ১৯:২৩, ১৭ জানুয়ারি ২০২০

স্ন্যাপচ্যাটে বড় অঙ্কের বিনিয়োগ আলিবাবার

স্ন্যাপচ্যাটে বড় অঙ্কের বিনিয়োগ আলিবাবার

চীনা ইন্টারনেট জায়ান্ট আলিবাবা ছবি শেয়ারিং সাইট স্ন্যাপচ্যাটে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

চার বছর আগে প্রতিষ্ঠিত মেসেজিং সার্ভিস স্ন্যাপচ্যাটের বর্তমান বাজারমূল্য ১৫ বিলিয়ন মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে এই বিনিয়োগ স্ন্যাপচ্যাটকে বিশ্বের সবচেয়ে দামি স্টার্টআপ প্রতিষ্ঠানে পরিণত করবে।

সম্প্রতি আয় বাড়াতে স্ন্যাপচ্যাট তার অ্যাপের প্লাটফ্লর্মে বিজ্ঞাপন দেয়ার সুবিধা চালু করেছে। বিশ্বজুড়ে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা প্রতিদিন ৭০০ মিলিয়ন টেক্সট, ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন।

আইওএস এবং অ্যান্ড্রোয়েড ডিভাইসে ব্যবহার করা যায় মেসেজিং সার্ভিস স্ন্যাপচ্যাট অ্যাপটি। প্রসঙ্গত এর আগে ফেসবুকও ২০১৩ সালে স্ন্যাপচ্যাট কেনার আগ্রহ প্রকাশ করেছিল।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়