News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ২৯ মে ২০২০
আপডেট: ০৬:১৫, ২০ জুন ২০২০

শাওমি ব্র্যান্ডের ল্যাপটপ আসছে

শাওমি ব্র্যান্ডের ল্যাপটপ আসছে

এই প্রথম শাওমি ব্র্যান্ডের ল্যাপটপ আসছে। এতদিন শাওমি মি ও রেডমি ব্র্যান্ডের ল্যাপটপ বিক্রি করেছে। এবার শাওমি ব্র্যান্ডের ল্যাপটপ আনতে চলেছে বেজিংয়ের কোম্পানিটি।

সম্প্রতি টুইটারে ল্যাপটপ আনার ইঙ্গিত দিয়েছে শাওমি। প্রতিষ্ঠানটির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে দেশের অন্যান্য জনপ্রিয় ল্যাপটপ কোম্পানিগুলো ‘হ্যালো!' জানানো হয়েছে। ডেল, এসার, এইচপি, লেনোভো ও আসুসকে ট্যাগ করে এই ভিডিও পোস্ট করেছে শাওমি।

সম্প্রতি চীনে তিনটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে শাওমি। এগুলো রেডমি সিরিজের। নতুন ল্যাপটপগুলোতে রয়েছে এএমডি রাইজেন ৪০০০ সিরিজ প্রসেসর। সঙ্গে রয়েছে ১৬ জিবি র‌্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ।

এই ল্যাপটপগুলোতে যথাক্রমে ১৩ ইঞ্চি, ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি ডিসপ্লে থাকছে। ১ জুন চীনে এই ল্যাপটপগুলো বিক্রি শুরু করবে বেজিংয়ের কোম্পানিটি।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়