কাজী নজরুলের ১২১ তম জন্মদিনে গুগলের বিশেষ ডুডল
সোমবার ২৫ মার্চ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১ তম জন্মবার্ষিকী। দিনটি উদযাপন করতে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। গুগল ডটকমে কিংবা গুগল বিডি ডটকমে প্রবেশ করলে বিশেষ এই ডুডল চোখে পড়ে।
বিশেষ এই ডুডলে দেখা যাচ্ছে নজরুলের হাতে থাকা একটি খাতা থেকে তার লেখাগুলো উড়ে উড়ে গিয়ে গুগলের লোগো তৈরি করেছে। সাদা টুপি, চোখে চশমা আর বাবরি দোলানো চুলে দেখানো হয়েছে কবি নজরুলকে।
১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম নেন কাজী নজরুল ইসলাম। সৈনিক হিসেবে ১৯১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া নজরুল কাজ করেছেন সাংবাদিক হিসেবেও। অসহযোগ আন্দোলনে তিনি তার লেখা বিখ্যাত সব কবিতার জন্য বিদ্রোহী হিসেবে পরিচিত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৬ সালে কবিকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ