News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৯, ১০ মে ২০২০
আপডেট: ০৪:২৩, ১৩ মে ২০২০

মাইক্রোসফট টিমে একসঙ্গে ২৫০ জন ভিডিও কলে অংশ নিতে পারবে

মাইক্রোসফট টিমে একসঙ্গে ২৫০ জন ভিডিও কলে অংশ নিতে পারবে

মাইক্রোসফট ঘোষণা দিয়েছে তাদের ভিডিও কনফারেন্সিং অ্যাপ মাইক্রোসফট টিম দিয়ে একই সঙ্গে ২৫০ জন যুক্ত হতে পারবেন। আগে এই সুবিধা ১০০ জনের মধ্যেই সীমাবন্ধ ছিল।

আপডেটটি ঘোষণার পরে মাইক্রোসফট আশা করছে যে, এটি গুগল মিট এবং জুম অ্যাপসের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।

লকডাউনের কারণে, বাড়ি থেকে কর্মরত প্রচুর সংখ্যক ব্যবহারকারী ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্যবহার করছেন। এছাড়া এই পদ্ধতিতেই চলছে বিভিন্ন স্কুল ও কলেজের পড়াশুনাও। বর্তমানে মাইক্রোসফট টিমসের ৭৫ কোটি ব্যবহারকারী রয়েছে।

তবে এই সুবিধা পেতে হলে কেবল ২০ জন অংশগ্রহণকারীই বিনামূল্যে এই ভিডিও কনফারেন্সিং-এর সুবিধা ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফট এই বিষয়ে জানিয়েছে, মে এই মাসের মাঝামাঝি সময়ে ভিডিও কনফারেন্স এর ফিচারে এই আপডেটটি অ্যাড হবে। এটি বর্তমানে আপডেশনের পর্যায়ে রয়েছে।

মাইক্রোসফটের মতে, কখনও কখনও আপনাকে একটি বড় গ্রুপের সঙ্গে অফিশিয়াল বা কোনও ইভেন্ট সম্পর্কে কর্মীদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে বারবার একই মিটিং কয়েক ভাগে সারতে হচ্ছিল। ফলে প্রচুর সময় নষ্ট হচ্ছিল একই বিষয়ে আলোচনার জন্য। সেই অসুবিধা এড়ানোর জন্য ২৫০ জন একসঙ্গে যুক্ত করার সুবিধা আনলো মাইক্রোসফট।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়