News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২০, ১২ মার্চ ২০১৫
আপডেট: ১৯:২৩, ১৭ জানুয়ারি ২০২০

গুগল ট্রান্সলেটে নতুন ৩ লাখ ২৪ হাজার ৯৭৪টি বাংলা শব্দ

গুগল ট্রান্সলেটে নতুন ৩ লাখ ২৪ হাজার ৯৭৪টি বাংলা শব্দ

গুগল ট্রান্সলেটে নতুন ৩ লাখ ২৪ হাজার ৯৭৪টি বাংলা শব্দ যোগ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা। গুগল ডেভেলপার্স গ্রুপের উদ্যোগে (জিডিজি) বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে ডিআইইউ এর ১ হাজার ২৩ জন শিক্ষার্থী এ শব্দগুলো যোগ করেছেন।

ডিআইইউ মিলনায়তনে বুধবার গুগল ডেভেলপার্স গ্রুপ (জিডিজি) বাংলা আয়োজিত একটি অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে  ‘ট্রান্সলেট এ-থন’ নামের কার্যক্রমে ২ থেকে ১১ মার্চ পর্যন্ত এ শব্দগুলো যোগ করা হয়। অনুষ্ঠানে বলা হয়, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী অংশগ্রহণকারীদের মাধ্যমে আরও চার লাখ বাংলা শব্দ সংযোজন করা হবে। ওই দিন সর্বোচ্চ শব্দ সংযোজনকারী পাবেন সিঙ্গাপুরের গুগল অফিস ভ্রমণের সুযোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইইউর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। সব ধরনের ভালো অবদানগুলোতে তাদের সম্মিলিত অংশগ্রহণ বাড়ছে। আগামী দিনের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে কাজের জন্য প্রস্তুত থাকার পাশাপাশি নিজেদের লক্ষ্য নির্ধারণ করে ভালো কাজের প্রতি ঝাঁপিয়ে পড়তে হবে।’

গুগলের বাংলাদেশ কান্ট্রি প্রকৌশল পরামর্শক খান মো. আনোয়ারুস সালাম বলেন, ‘বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসা গুগলের মাধ্যমে আরও একবার জানাতে চাই বিশ্ববাসীকে। গুগলের মাধ্যমে ইন্টারনেটে বাংলা ভাষার সমৃদ্ধিতে কাজ করছে জিডিজি বাংলা।’

অনুষ্ঠানে ডিআইইউ শিক্ষার্থী তিতাশ আহমেদ ও মতিউর রহমানকে জিডিজি বাংলার প্রথম ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেওয়া হয়। সবশেষে সর্বোচ্চ শব্দ সংযোজনের ভিত্তিতে প্রথম ১০০ জনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। সর্বোচ্চ শব্দ যোগকারী প্রথম তিনজন হচ্ছেন শাহ নেওয়াজ আল-আমিন, মেহেদী হাসান ও শামস শাহরিয়ার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইইউ ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম, ই-কমার্স প্রতিষ্ঠান এস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ সুলতান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে।

অনুষ্ঠানে জিডিজির পক্ষ থেকে জানাযনো হয়, আগামী পয়লা বৈশাখের মধ্যে ১০ লাখ বাংলা শব্দ সংযোজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে যে কেউ অবদান রাখতে পারেন। অবদান রাখার ঠিকানা: http://translate.google.com/community।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়