News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫০, ৮ মার্চ ২০১৫
আপডেট: ০৪:৫৭, ৩ মে ২০২০

বউ-শাশুড়ীর মেলা

বউ-শাশুড়ীর মেলা

জেলা প্রতিনিধিঃ আধুনিকতার ছোঁয়ায় আমাদের দেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক মেলা হারিয়ে যাচ্ছে। তবে; যে সব ঐতিহ্যবাহী মেলা এখনো সগৌরবে প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে তাদের মধ্যে বৈশাখী মেলা, পিঠা মেলা, চৈত্র মেলা, পৌষ মেলা, বই মেলা, কৃষি মেলা, লালন মেলা অন্যতম। এসব মেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিচিত্র সব মেলা  অনুষ্ঠিত হয় বছরজুড়ে ।

তবে; বর্তমান প্রজন্ম দিনবদলের সাথে গ্রাম বাংলার অনেক মেলার নাম বইপুস্তকে পড়লেও গুটি কয়েক মেলা ছাড়া অনেক মেলার রুপ-বৈচিত্র থেকে অনেকটা দুরে।

এমন একটি বৈচিত্রময় মেলার নাম ‌`বউ-শাশুড়ী`র মেলা । মূলতঃ বউ আর শাশুড়ীদের কেন্দ্র করে আয়োজিত হয় বলে এ মেলার নামকরণ করা হয়েছে বউ-শাশুড়ী’র মেলা।

এবার বউ-শাশুড়ী’র মেলা অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়। মেলায় আদর্শ শাশুড়ী সিংগীমারী গ্রামের আবু বরকতের স্ত্রী আন্জুমান আরা এবং আদর্শ বউ একই গ্রামের আমির হোসেনের বউ বিউটি বেগমের নাম ঘোষনা করা হয়।

 

রোববার দিনব্যাপি উপজেলার সিংগীমারী ইউনিয়ন পরিষদ চত্তরে সাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বসানো হয় বিভিন্ন ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র, ইউনিয়ন সাস্থ্য বিভাগ এবং পরিবার পরিকল্পনা বিভাগ এর স্টল । এতে নারী ও শিশু’র সাস্থ্য সচেতনতা সম্পর্কিত নাটক প্রদর্শন করা হয়।

সিংগীমারী ইউপি চেয়ারম্যান এমজি মোস্তফা’র সভপতিত্বে মেলাটি অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সাস্থ্য -পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. রমজান আলী এবং বিশেষ অথিতি ছিলেন, হিউম্যান রিসোর্স ফর হেলথ প্রজেক্ট ইন বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার শরীফ মাহবুবুল কুদ্দুস।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়