News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭, ৭ মার্চ ২০১৫
আপডেট: ০২:০৪, ১৮ জানুয়ারি ২০২০

শিশুসহ নগ্ন হয়ে মিউজিয়াম পরিদর্শন

শিশুসহ নগ্ন হয়ে মিউজিয়াম পরিদর্শন

শিশু কোলে নগ্ন হয়ে মিউজিয়াম পরিদর্শন করে আবারও আলোচনায় সুইস শিল্পী মিলো মইরি (৩২)। সেখানে তখন ব্রিটিশ চিত্রশিল্পী ফ্রান্সিস বেকন, লুসিয়ান ফ্রয়েড, ডেভিড হুকনি প্রমুখ গুরুস্থানীয় শিল্পীদের ন্যুড চিত্রকর্মের প্রদর্শনী চলছিল।

প্রায় বছরখানেক আগে তিনি এক প্রদর্শনীতে যৌনাঙ্গে রঙভরা ডিম নিয়ে করা কর্মকাণ্ডে হইচই ফেলে দেন।  

বাস্তবিক একজন নগ্ন নারী নগ্নশিশু কোলে মিউজিয়ামের দেয়ালে বিখ্যাত শিল্পীদের নগ্নচিত্র কর্মের দিকে তাকিয়ে রয়েছেন, এই দৃশ্য এক ভিন্ন মিথস্ক্রিয়া তৈরি করে উপস্থিত দর্শকদের মধ্যে।

ডেইলি মেইল জানায়, জার্মানির উত্তরপশ্চিমাঞ্চলে মুনস্টার শহরে এলডব্লুউএল মিউজিয়ামে মিলো মইরিকে হঠাৎ করে উদ্দেশ্যহীনভাবে শিশু কোলে নগ্ন ঘুরে বেড়াতে দেখে উপস্থিত দর্শকরা হতবাক হয়ে যান। `ন্যাকেড লাইফ এক্সিবিশন` শীর্ষক শিল্পকর্মের অংশ হিসেবে সুইস শিল্পী নগ্নশিশু কোলে করে নগ্ন হয়ে মিউজিয়াম পরিদর্শন করেন।
    
প্রসঙ্গত, এর আগে যৌনাঙ্গে রঙভরা ডিম রেখে করা বিতর্কীত প্রদর্শনী নিয়ে শিল্পবোদ্ধারা নানামূখী প্রতিক্রিয়া জানিয়েছিলেন। অনেকে সেই প্রদর্শনীকে অর্থহীন, অযৌক্তিক, অদ্ভুত বলে মন্তব্য করেন। আবার, অনেকে গতানুগতিক বলে এড়িয়ে যান। অনেকে `দুর্দান্ত` বলেও অভিহিত করেন।

মিলো মইরি নিজের ওয়েবসাইটে আগের প্রদর্শণীকে `যৌনাঙ্গে রঙের আগ্নেয় বিস্ফোরণ` বলে বর্ণনা করেন।

শিশুকোলে মিউজিয়ামে নগ্ন হয়ে শিল্পকর্ম পরিদর্শনের সময় উপস্থিত দর্শনার্থীরা হতবাক হয়ে পড়েন। ঘটনাটি ভিডিওতে ধারণও করা হয়।

এসময় মিউজিয়ামে উপস্থিত শিল্প-প্রেমী টোবিয়াস মেয়ার (৪৫) গড়পড়তা পদর্শনীর চাইতে মিলো মইরির উপস্থাপনাকে কৌতূহলোদ্দীপক বলে মন্তব্য করেন।
    
অ্যাঙ্ক লেঙ্গি (৩০) নামে অপর এক দর্শক তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, `শিল্পের খাতিরে মত প্রকাশ ও বিকল্প উপস্থাপনকে সমর্থন করলেও, এটি একটি হাস্যকর ঘটনা ছাড়া কিছু নয়`।

অপর এক দর্শনার্থীর মতে, `নগ্ন চিত্রকর্মের দিকে শিশুকোলে নগ্ন হয়ে তাকিয়ে থাকার দৃশ্য তাকে শিল্পকর্মের অংশ হিসেবে চিহ্নিত করতে পারে`।

মইরি বলেন, নগ্নশিশু নগ্ন নারীর কোলে নিরাপদ দেখাতে চেয়েই করা হয়েছে এই প্রদর্শণী।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়