News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৮:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২০

জালে আটকা পড়লো দু’মুখো অদ্ভূত মাছ!

জালে আটকা পড়লো দু’মুখো অদ্ভূত মাছ!

অস্ট্রেলিয়ার এক জেলে প্রকৃতি জগতে প্রায় অবিশ্বাস্য আকৃতির দু’মুখো এই মাছটি ধরেছেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার রিভারল্যান্ডের বনি হ্রদে ধরা পড়ে মাছটি। তবে মাছটির দুটি মুখই পরস্পর সংযুক্ত। মাথার সামনের দিকে স্বাভাবিক মুখটির নিচে রয়েছে আরেকটি ছোট আকৃতির মুখ।

গ্যারি ওয়ারিক নামের ওই জেলের জালে মাছটি ধরা পড়ে দাবি করে অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে।

ওয়ারিক জানান, মাছটির দুটো মুখ পরস্পর সংযুক্ত। তবে নিচের দিকের মুখটি স্থায়ীভাবে হাঁ করে আছে আর ওপরের মুখটি খোলে এবং বন্ধ হয় অর্থাৎ স্বাভাবিক।

গত ৩০ বছর ধরে মাছ ধরা যার পেশা সেই ওয়ারিকের কিন্তু অদ্ভূত মাছ ধরার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে তিনি অন্য প্রজাতির আরেকটি মাছ ধরেন যার মাথাটি ছিল ডলফিনের মত। তিনি জানান, গত বছর তার পরিচিত এক কচ্ছপ খামারে একটি দু’মুখো কচ্ছপ জন্ম নিয়েছিল।

একে/ 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়