প্রথাবিরোধী লেখকদের প্রতি হামলা সভ্যতার লক্ষণ নয়
লেখক-ব্লগার অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদ জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান বলেন, ‘প্রথাবিরোধী লেখকদের প্রতি হামলা ও তাদেরকে হত্যা করা কোনো সভ্যতার লক্ষণ নয়। আমরা এ সবের তীব্র নিন্দা জানাই।’
বাংলা একাডেমিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মহাপরিচালক এ সব কথা বলেন।
লেখক হুমায়ুন আজাদের ওপর হামলাকারী ও অভিজিতের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবিতে বাংলা একাডেমির তথ্য কেন্দ্রের সামনে শুক্রবার বিকালে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। লেখক, প্রকাশক, পাঠক ও পেশাজীবী ফোরাম এ সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন, কবি নুরুল হুদা, কবি রবীন্দ্র গোপ, কবি হাবীবুল্লাহ সিরাজী, অধ্যাপক রফিকউল্লাহ খান, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, কবি আসলাম সানী, জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গনি, প্রকাশক কামরুল হাসান শায়ক, মাজহারুল ইসলামসহ শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।
মুনতাসীর মামুন বলেন, ‘হুমায়ুন আজাদের ওপর হামলাকারীদের বিচার না হওয়া, অভিজিৎ হত্যা এবং বর্তমানের কার্যক্রম দেখে মনে হচ্ছে আমরা পাকিস্তানকে অনুসরণ করছি। সরকার এবং জনগণের উদাসীনতার কারণেই আজ ওই সব জঙ্গিগোষ্ঠী সরকারকে চ্যালেঞ্জ করছে। আমরা এ সবের অবসান চাই।’
অধ্যাপক রফিকউল্লাহ খান বলেন, ‘হুমায়ুন আজাদ নতুন প্রজন্মের জন্য এখনো হতে পারেন সঞ্চারী প্রতিভা। তার হামলাকারীদের বিচার না হওয়ার কারণেই আজ অভিজিতের মতো প্রথাবিরোধী একজন লেখককে হত্যা করা হয়েছে। একটি প্রতিভার মৃত্যু যে কত ভয়াবহ হতে পারে তা এ দেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে।’
এ সময় উগ্রপন্থী শক্তির বিরুদ্ধে সোচ্চার হতে জনগণকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম