হার্ট ব্লকের সাধারণ লক্ষণ জেনে নিন
ফাইল ছবি
দিন দিন অনেক কম বয়সেই হৃদরোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।। জিমে ওয়ার্কআউট করা, খেলা কিংবা নাচার সময়ও অনেকে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। অনেকসময় হাসপাতালে নেওয়ার পথে রোগীর মারা যান।
কোনও ব্যক্তির যদি হার্টে ব্লকেজ থাকে তাহলে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বৃদ্ধি পায়। তাই সময়মতো এটি শনাক্ত করা জরুরি। হার্ট ব্লক হয়ে শরীরে কিছু লক্ষণ দেখা দেয়। এসব লক্ষণ সম্পর্কে চলুন জেনে নিই-
বুকে অস্বস্তি
হৃদরোগের ঝুঁকির সবচেয়ে সাধারণ লক্ষণ এটি। যদি ধমনী অবরুদ্ধ কিংবা হার্ট অ্যাটাক হয় তাহলে বুকে ব্যথা, টান বা চাপ অনুভব করতে পারেন। এই অনুভূতি সাধারণত কয়েক মিনিটের বেশি স্থায়ী হয়। বিশ্রামের সময় কিংবা কোনো কাজ করার সময়—উভয়ক্ষেত্রেই এমনটা ঘটতে পারে। যদিও রিপোর্ট অনুযায়ী বুকে ব্যথা ছাড়াও হার্টের সমস্যা হতে পারে।
মাথা ঘোরা অনুভব
ব্লকের কারণে হার্টের ভারসাম্য নষ্ট হতে পারে। যার কারণে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতে পারেন। অন্যান্য কারণেও এমনটা অনুভূত হতে পারে। হঠাৎ অস্থির লাগলে, মাথা ঘুরালে, শ্বাস নিয়ে অসুবিধা হলে সতর্ক হোন।
বমি বমি ভাব, বদহজম, অম্বল বা পেটে ব্যথা
কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব, বদহজম, অম্বল বা পেটে ব্যথার মতো উপসর্গগুলো হার্ট অ্যাটাকের আগাম বার্তা দেয়। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এসব উপসর্গ বেশি দেখা যায়।
ঘাম
কোনো কারণ ছাড়াই কি ঠান্ডা ঘাম হচ্ছে? এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। হঠাৎ করে কোনো কারণ ছাড়া অতিরিক্ত ঘামালে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন।
হার্ট ব্লকের কারণ
হার্ট ব্লকেজ এথেরোস্ক্লেরোসিস দ্বারা সৃষ্ট হয়। এটি এমন একটি অবস্থা যেখানে করোনারি ধমনীতে প্লেক জমা হয়, যা সরু হয়ে যায়। ফলে রক্ত চলাচল কমে যায়। হার্ট ব্লকের কিছু সাধারণ কারণ হলো-
উচ্চ কোলেস্টেরলের মাত্রা, উচ্চ রক্তচাপ, ধূমপান, ডায়াবেটিস, স্থূলতা, খারাপ জীবনধারা, হৃদরোগের পারিবারিক ইতিহাস।
নিউজবাংলাদেশ.কম/এসবি