News Bangladesh

জাহিদ হাসান || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৪, ২২ ডিসেম্বর ২০২৪

এ যেন সত্যিকারের বীরপুরুষ

এ যেন সত্যিকারের বীরপুরুষ

ছবি: নিউজবাংলাদেশ

মনে করো যেন বিদেশ ঘুরে/মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।/ তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে/দরজা দুটো একটুকু ফাঁক করে। রবীন্দ্রনাথের কল্পনার বীরপুরুষ দেখা মিলেছে এবার বাস্তবে। ৭৬ বছরের বৃদ্ধ মায়ের স্বপ্ন ছিল জীবনে একবার হেলিকপ্টারে চড়ার। তিনি তার ইচ্ছের কথা জানান ছেলেকে। মায়ের সেই স্বপ্ন পূরণ করতে বৃদ্ধ মাকে অবশেষে হেলিকপ্টারে চড়ালেন ছেলে আয়নাল হক। শুধু তাই নয় পবিত্র মক্কা শরীফ থেকে ওমরাহ হ্জ্জও পালন করলেন বৃদ্ধ মা। কল্পনা নয়, এ যেন সত্যিকারের বীরপুরুষ। 

শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয় মাঠে বৃদ্ধ মাকে নিয়ে হেলিকপ্টারটি অবতরণ করে। এসময় হেলিকপ্টার দেখতে এলাকার কয়েকশো উৎসুক জনতার ভিড় জমে স্কুল মাঠে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আয়নাল হক (৪৫) উপজেলার বড়চওনা গ্রামের মৃত. আব্দুল কদ্দুসের ছেলে। প্রায় ২২ বছর আগে জীবিকানির্বাহের জন্য পারি দেয় সৌদি আরব। তার মায়ের স্বপ্ন ছিল, জীবনে কোন একদিন হেলিকপ্টারে চড়বে। আর সেই স্বপ্ন পূরণ করলো ছেলে। মায়ের স্বপ্ন পূরণে প্রবাসী ছেলের এমন উদ্যোগ তাদের জন্য সম্মান বয়ে এনেছে।

এ ব্যাপারে জানতে চাইলে প্রবাসী আয়নাল হক জানান, আমি প্রায় ২২ বছর যাবত সৌদি আরবে থাকি। সর্বশেষ ৪ বছর আগে ছুটিতে দেশে যাওয়ার পর, আমার মা তার ইচ্ছার কথা জানান। তারই ধারাবাহিকতায় তিন মাস আগে ভিজিট ভিসায় আমার মা (কমলা খাতুন), স্ত্রী (রত্না আক্তার), আমার ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যদের সৌদি আরবে নিয়ে আসি। পরে ওমরা হজ্জ পালন শেষে মায়ের ইচ্ছা অনুযায়ী হেলিকপ্টারে চড়িয়ে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে পেরে আমি খুব আনন্দিত। মায়ের এ ছোট স্বপ্ন পূরণ করতে পেরে সত্যিই আমার খুব ভালো লাগছে।

এসময় প্রবাসী আয়নাল হকের মা বলেন, আমার ছেলেরও ইচ্ছা ছিল আমাদেরকে ওমরা হজ্জ্ব পালন শেষে মক্কা মদীনা দেখাইয়া হেলিকপ্টারে কইরা দেশে আনবো। আজকে সেই স্বপ্ন পূরণ করেছে আমার ছেলে। সবকিছু মিলিয়ে আমি খুবই খুশি হয়েছি।

প্রবাসী আয়নাল হকের ভাতিজা মেহেদী হাসান জানান, শনিবার সকালেই আমার দাদীসহ পরিবারের অন্যান্য সদস্যরা সৌদি আরব থেকে ঢাকা বিমানবন্দরে আসেন। সেখান থেকে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে নিয়ে আসি। আমার দাদীর স্বপ্ন পূরণ হয়েছে তাতেই আমি খুশি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়