News Bangladesh

মজিবুর রহমান || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩১, ১৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১৬:৩৬, ১৯ নভেম্বর ২০২৪

দেশের নাম ট্রেডমার্ক!

দেশের নাম ট্রেডমার্ক!

মধ্যরাতের সূর্যের দেশ সুইডেনের প্রাকৃতিক দৃশ্য: ছবি

এক অভূতপূর্ব পদক্ষেপে, নর্ডিক দেশ সুইডেন তার নামকে সংরক্ষণ করতে চায়—সুইডেন বলতেই যেন শুধুমাত্র আসল সুইডেনকেই বোঝায়।  

মধ্যরাতের সূর্যের দেশ সুইডেন এবার নিজের নাম ‘ব্র্যান্ড’হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। 

দেশটি ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসের কাছে তার নিজস্ব নাম, ‘Sweden’ ট্রেডমার্ক করার আবেদন জানিয়েছে। এই আবেদন অনুমোদন পেলে ‘ট্রেডমার্ক দেশ’হিসেবে সুইডেনের আত্মপ্রকাশ হবে বিশ্বের ইতিহাসে প্রথম।  

সম্প্রতি সুইডেনের ট্যুরিজম ব্যুরো, ‘ভিজিট সুইডেন’ তাদের ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছে। 

সেখানে বলা হয়েছে, আপনি কি জানেন, পৃথিবীতে মোট আটটি জায়গার নাম সুইডেন? এ জন্য আমরা আমাদের দেশের নাম ট্রেডমার্ক করার জন্য আবেদন করছি। এর মধ্যে আমরা আপনাকে শেখাব কিভাবে আসল সুইডেনকে নকল সুইডেন থেকে আলাদা করা যাবে।  

এখানে ‘নকল’ শব্দটিকে তারা মজার ছলে ‘ডুপ’ বলে উল্লেখ করেছে, যার মানে নকল বা ডুপ্লিকেট।  

বিজনেস ইনসাইডার জানাচ্ছে, যুক্তরাষ্ট্রে মিসৌরি, মেইন এবং সাউথ ক্যারোলাইনার মতো বেশ কয়েকটি স্থানের নামও সুইডেন। সাধারণত কোনো দেশের জন্য তাদের নাম ট্রেডমার্ক করা সম্ভব নয়, তবে যদি সেই দেশকে একটি গন্তব্য বা ব্র্যান্ড হিসেবে বিবেচনা করা হয় তাহলে সেটি সম্ভব। সুইডেনের ট্যুরিজম ব্যুরো তাই তাদের দেশের বাণিজ্যিক মূল্য সুরক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছে।

 ভিজিট সুইডেন বলছে,  ‘অন্য জায়গায় সুইডেন নাম ব্যবহার করা অবশ্যই প্রশংসনীয় তবে যখন পৃথিবীতে এতগুলো সুইডেন রয়েছে, তখন পর্যটকদের জন্য আসল সুইডেন খুঁজে পাওয়া বেশ বিভ্রান্তিকর হয়ে যায়।’  

তবে প্রশ্ন হলো- সত্যিই কি মানুষ ভুল করে সাউথ ক্যারোলাইনার সুইডেনকে স্ক্যান্ডিনেভিয়ার সুইডেন ভেবে ফেলে? হয়তো খুবই অদ্ভুতভাবে এমন কিছু ঘটে, তবে সেটা খুবই বিরল। তাছাড়া, যারা এতটাই ‘দিকনির্দেশনায় বিভ্রান্ত’ তাদের জন্য ট্রেডমার্ক কতটা সহায়ক হবে, সেটি বড় প্রশ্ন।  

তাছাড়া, নিজের নাম ট্রেডমার্ক করা কি সুইডেনের আয়ের নতুন পথ খুলে দেবে? যদি সুইডেন তাদের নামের বাণিজ্যিক মালিক হয়, তবে তা বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বাইরের পক্ষগুলোর কাছ থেকে ফি আদায় করতে পারে। যদিও তারা এটা করবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।  

সুইডেনের এই উদ্যোগ নিছক দেশপ্রেম, নাকি নিখুঁত বাণিজ্যিক কৌশল তা নিয়েও রয়েছে প্রশ্ন! তবে তার সত্যতা যাচাই করতে কিছুটা অপেক্ষা তো করতেই হবে!

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়