News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৪, ১৬ ফেব্রুয়ারি ২০২১

দ্বীপ তো নয় যেনো রংধনুর উপত্যকা

দ্বীপ তো নয় যেনো রংধনুর উপত্যকা

ইরানের হরমুজগান প্রদেশে ছোট-বড় মিলিয়ে চৌদ্দটি দ্বীপ রয়েছে। উপকূলের সবচেয়ে কাছের দ্বীপটি হলো ‘হরমুজ’। পুরো হরমুজ দ্বীপটি যেন একটি রংধনু উপত্যকা! এ দ্বীপের কালো, সাদা, হলুদ, লাল ও নীল খনিজ রংগুলো একটি দুর্দান্ত ল্যান্ডস্কেপ তৈরি করেছে যা দর্শনার্থীদের বেশ টানে।
হরমুজ দ্বীপে লাল অক্সাইড মাটিসমৃদ্ধ একটি পাহাড় রয়েছে, যাকে বলা হয় ‘জেলাক’। এই লাল মাটি শিল্পের জন্য মূল্যবান খনিজ হিসেবে ব্যবহৃত হয়।
হরমুজ দ্বীপের লাল সৈকত এবং লাল তরঙ্গকে দেখতে অসম্ভব রকম সুন্দর মনে হয়। তীরে চলার সময় এমন কিছু জায়গায় দেখা যায় যেখানে ৭২ রকমের ধাতব যৌগের সাথে বালিমিশ্রিত হয়ে ঝকঝকে ও লাল চিকচিকে দেখায় বিশেষত সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়ে।

সূত্র: পার্স টুডে

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়