মেয়েটির প্রতিরোধের চেষ্টা করা উচিত হয়নি: মুকেশ সিং
বহুল আলোচিত দিল্লির বাসে ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ড পাওয়া বাসচালক মুকেশ সিং কৃতকর্মের জন্য মোটেই অনুতপ্ত নন। বরং ধর্ষণকালে মেয়েটির বাধা দেওয়া বা প্রতিরোধের চেষ্টা করাও উচিত হয়নি বলে মন্তব্য করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, মুকেশ সিং একটি প্রামাণ্যচিত্রে এই মন্তব্য করেছেন। মুকেশের এসব কথাকে `ভয়ানক` বলে মন্তব্য করে বিস্ময় প্রকাশ করেছেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা লেসলি উডউইন। বিবিসি ফোরের প্রামাণ্যচিত্রের জন্য মুকেশের সাক্ষাৎকারটি নেয়া হয়।
প্রামাণ্যচিত্রে দিল্লিতে একটি বাসে ধর্ষণের ওই ঘটনায় মৃত্যুদণ্ড পাওয়া বাসচালক মুকেশ সিং বলেন, "ধর্ষিণকালে মেয়েটির প্রতিরোধ করা উচিত হয়নি। তার উচিত ছিল চুপ থেকে ধর্ষণ করতে দেয়া। তাহলে ধর্ষণ শেষে ছেড়ে দিতাম। শুধু সাথের ছেলেটিকে মারতাম"।
মুকেশ প্রামাণ্যচিত্রে আরো বলেছেন, "কোন ভদ্র মেয়ে রাত নয়টায় বাইরে ঘোরাঘুরি করেনা"।
ধর্ষণের জন্য নারীরাই বেশি দায়ী বলে মনে করেন মুকেশ। তার মতে, "নারীরা শুধু ঘর সামলানোর কাজ করবে। ডিসকো, বারে যাওয়া এমনকি সঠিক পোশাক না পরা তাদের কাজ নয়"।
মুকেশ সিংএর এসব কথাকে প্রামাণ্যচিত্রটির নির্মাতা লেসলি উডউইন `ভয়ানক এবং হতবাক করার মতো` বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর ২৩ বছর বয়সী মেয়েটি বন্ধুর সাথে ‘লাইফ অফ পাই’ সিনেমা দেখে বাসে করে ফিরছিলেন। এসময় একজন কিশোর বয়সীসহ আরও ছয়জন মিলে বন্ধুটিকে মারধর করে এবং প্রত্যেকেই ওই তরুণীকে ধর্ষণ ও নৃশংসভাবে নির্যাতনও করে তারা।
এ ঘটনায় জড়িত অপর তিনজনের সাথে মুকেশ সিংয়ের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। পরে, তারা সবাই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন।
নিউজবাংলাদেশ.কম