মাষ্টার দা সূর্যসেনের জন্মদিন আজ
অবিভক্ত ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনসহ বহুবিধ বিপ্লবের নায়ক মাষ্টার দা সূর্যসেনের জন্মদিন আজ। এই দিনে চট্টগ্রাম জেলার রাউজান থানার নোওয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ছিলেন পিতা রাজমণি সেন ও মা শশীবালার চতুর্থ সন্তান। পুরো নাম সূর্যকুমার সেন হলেও সূর্যসেন নামে অধিক পরিচিত এবং সহযোদ্ধাদের কাছে তিনি ছিলেন মাষ্টার দা।
পশ্চিমবঙ্গের বহরমপুর কৃষ্ণনাথ কলেজের শিক্ষার্থী থাকার সময় যুগান্তর দলের সদস্য শিক্ষক সতীশচন্দ্র চক্রবর্তীর সংশ্পর্শে সূর্যসেন বিপ্লবী আদর্শে দীক্ষা নেন। পরে চট্টগ্রামে ফিরে তিনি গণিতের শিক্ষক হিসেবে ওরিয়েন্টাল স্কুলে যোগ দেন। গান্ধীজী স্বরাজ ব্যর্থ হলে অসহযোগ আন্দোলনের সময় স্থানীয় জনগণের সহযোগিতায় তিনি একটি জাতীয় বিদ্যালয় গড়ে তোলেন। পরবর্তীতে সূর্যসেনের বিপ্লবী কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠা এই বিদ্যালয় গড়ে তোলার সময় তিনি খ্যাত হন মাস্টারদা নামে।
ব্রিটিশ বিরোধী বিপ্লবে তার উল্লেখযোগ্য অবদানগুলোর মধ্যে বাটালি পাহাড়ে সরকারি রেলের টাকা লুণ্ঠন, চট্টগ্রামের নোয়াপাড়ায় একটি অস্ত্রলুট অন্যতম। এছাড়া চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা অবিভক্ত ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাসে তাৎপর্যপূর্ণ মাত্রা যোগ করে।
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর ইংরেজ প্রশাসনের ঘুম হারাম করে দেওয়া এই বিপ্লবীকে গ্রেফতারে সর্বাত্নক শক্তি প্রয়োগ করে ব্রিটিশ সরকার। তাকে ধরিয়ে দিতে পারলে তৎকালীন সময়ে ১০ হাজার টাকা পুরুষ্কার ঘোষণা করা হয়। ১৯৩৩ সালের ১৬ই ফেব্রুয়ারী সূর্যসেনকে গ্রেফতারে সক্ষম হয় ইংরেজ পুলিশ।
১৯৩৩ সালের মার্চ মাসে বিপ্লবীরা জেল থেকে সূর্য সেনকে মুক্ত করার জ়ন্য কয়েকবার চেষ্টা চালায়। প্রতিবারই তাদের গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যায়।
এই মামলায় ইন্ডিয়ান পেনাল কোড ১২১/১২১এ ধারা অনুযায়ী স্পেশাল ট্রাইব্যুনাল ১৪ আগষ্ট ১৯৩৩ সালে মামলার রায় ঘোষনা করে। এবং ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১২ জানুয়ারিতে তার ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি সহকর্মীদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছিলেন।
বলিউডে ইতোমধ্যেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নিয়ে খেলে হাম জি জান সে শীর্ষক একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যার প্রধান চরিত্র মাস্টার দা সূর্য সেন। ২০১০ সালের ৩ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা অভিষেক বচ্চন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম