News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৩, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৫, ১৭ জানুয়ারি ২০২০

ভালোবাসায় জয়ী হতে যা করবেন

ভালোবাসায় জয়ী হতে যা করবেন

ভালোবেসে যদি প্রত্যাখ্যাত হতে হয়, তবে এর চেয়ে ভয়াবহ অন্তর্দহন আর হয় না। বুকের ভেতর চিতার আগুন নিয়ে প্রত্যাখ্যাত মানুষটা পার করেন তার দিনরাত। কিন্তু তাকে ভুলে গেলে চলবে না, জগতে চলতে গেলে কিছু কৌশল মেনে চলতে হয়।

চলার পথে বুঝেসুঝে চললে অনেক রকম হোঁচট থেকে রক্ষা পাওয়া যায়। হয়তো মেয়েটির সঙ্গে আপনার চমৎকার বোঝাপড়া। এরপরও এ সম্পর্কে কিছু কৌশল আপনাকে মেনে চলতেই হবে। তা না হলে কিছু ঝামেলা তৈরি হবে।

এমনও হতে পারে, এর ফলে আপনাদের এতোদিনের সম্পর্ক ভেঙেও যেতে পারে। আর তাই সম্পর্কের ক্ষেত্রে কিছু কৌশল মেনে চলা খুবই দরকারি। এরকম দশটি কৌশল উল্লেখ করা হলো :

এক. প্রতি মুহূর্তে আপনার মনে হচ্ছে ছেড়ে যাওয়া মানুষটিকে না পেলে আপনি বেঁচেই থাকতে পারবেন না। কিন্তু সাবধান, ভুল করেও ওই মানুষটিকে কোনো রকম কাকুতি-মিনতি করতে যাবেন না। কেননা সে আসলেই আর ফিরবে না। আপনি যতই বলুন, সে তার সিদ্ধান্তে অটল থাকবে। মাঝখান থেকে তার কাছে আরেকবার আপনি ছোট হয়ে যাবেন।

দুই. কোনো অবস্থাতেই আপনার কোনো দুর্বলতা তার সামনে প্রকাশ করবেন না। যে একবার প্রতারণা করতে পারে সে আবারও যে করবে না এ নিশ্চয়তা আপনাকে কে দিতে পারে?
তিন. মন ভাঙলেও জীবনকে ভাঙতে দিবেন না। যেভাবেই হোক প্রতিদিন আপনি যা যা করতেন, তা তা করতে থাকুন। এভাবে একসময় আপনি ভুলে যাবেন প্রতারক মানুষটিকে।

চার. যদি চিন্তা করে থাকেন, আপনি মারা গিয়ে ওকে শিক্ষা দিয়ে যাবেন তবে আরেকবার আপনি ভুল করবেন। আপনি নিশ্চিত থাকুন, আপনার মৃত্যুতে লোকদেখানো শোক ছাড়া সে আর কিছুই করবে না।

পাঁচ. ভালোবাসার তীব্র আবেগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত না নিয়ে চুপচাপ স্থির অবস্থায় সিদ্ধান্ত নিন। তখন আপনার কর্তব্য বিষয়ে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন।

ছয়. খুব কাছের মানুষটিকে আপনার বুকে জ্বলতে থাকা আগুনের কথা জানান। এতে মন হালকা হবে। কাঁদতে ইচ্ছে হলে কাঁদুন। এতেও বুকের চাপ হালকা হবে।

সাত. শেষ পর্যন্ত যদি মানসিক অস্থিরতা বেড়েই চলে তবে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। তিনি যে সিদ্ধান্ত দেন তা মেনে চলুন। দ্রুতই উন্নতির দিকে যেতে থাকবেন।

আট. পছন্দের কোনো জায়গায় চলে যেতে পারেন। আপনার শ্বাসরুদ্ধকর অবস্থা অনেক খোলামেলা হয়ে যাবে।

নয়. নিজের চেহারা ও অন্যান্য ব্যাপারে উন্নতি করার দিকে মনোযোগ দিন। ওজন বেশি থাকলে কমিয়ে নিন। নিজেকে নতুন মেকওভার দিন। নিজের ক্যারিয়ার ও অর্থনৈতিক অবস্থা ঠিকঠাক করতে লেগে যান। সূত্র: কলকাতা২৪

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়